Ajker Patrika

ভোজ্যতেলের নির্ধারিত দাম কার্যকরে নেত্রকোনায় ভোক্তা অধিকারের তদারকি

নেত্রকোনা প্রতিনিধি
Thumbnail image

নেত্রকোনায় ভোজ্যতেলের নতুন নির্ধারিত দাম কার্যকর করতে তদারকি চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তদারকির সময় মূল্য তালিকা সঠিকভাবে সংরক্ষণ না করা, পণ্য ক্রয়-বিক্রয়ের রসিদ যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে মেছুয়া বাজার এলাকার তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ শুক্রবার সকালে জেলা শহরের মেছুয়া বাজার এলাকায় তদারকিমূলক এ অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নেত্রকোনা কার্যালয়ের সহকারী পরিচালক ওসমান গনী এই অভিযান পরিচালনা করেন। এ সময় জেলা পুলিশ লাইনসের একদল পুলিশ তাঁর সঙ্গে ছিলেন। 

সহকারী পরিচালক ওসমান গনী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সয়াবিন ও পামওয়েলের নতুন নির্ধারিত দাম কার্যকরের বিষয়ে তদারকি করা হয়। এ সময় মূল্য তালিকা সঠিকভাবে সংরক্ষণ না করা, পণ্য ক্রয়-বিক্রয়ের রসিদ যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে বন্ধন সুপার শপকে পাঁচ হাজার, মেসার্স আশোতোষ ভৌমিককে তিন হাজার ও অরুন স্টোরকে দুই হাজারসহ তিন প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাঁদের সতর্ক করা হয়।’ 

ওসমান গনী আরও বলেন, ‘জরিমানা করা ছাড়াও বিভিন্ন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনা করার বিষয়ে পরামর্শ দেওয়া হয়। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত