Ajker Patrika

সরিষাবাড়ীতে সড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় ব্যবসায়ী নিহত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
সরিষাবাড়ীতে সড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় ব্যবসায়ী নিহত

জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আমির উদ্দিন (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

আমির হোসেন সরিষাবাড়ীর পিংনা ইউনিয়নের রাধানগর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। সড়ক দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সরিষাবাড়ীর পিংনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম। 

স্থানীয় লোকজন জানান, আজ মঙ্গলবার সন্ধ্যায় পিংনা ইউনিয়নের নরপাড়া এলাকা থেকে আমির বাড়ি ফেরার জন্য হেঁটে সড়ক পার হচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। এতে আমির সড়কে লুটিয়ে পড়েন। চালক অটোরিকশা নিয়ে দ্রুত পালিয়ে যান। 

আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর অবস্থায় আমিরকে উদ্ধার করে পরিবারকে খবর দেন। পরিবারের লোকজন তাঁকে গাড়িতে করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। এ সময় পথে তিনি মারা যান। 

ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘আমির হোসেন যখন সড়ক পার হচ্ছিলেন তখন পেছন থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’ 

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত