Ajker Patrika

নেত্রকোনায় মাইক্রোবাস–সিএনজির সংঘর্ষ, আহত ৫ 

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় মাইক্রোবাস–সিএনজির সংঘর্ষ, আহত ৫ 

নেত্রকোনার বারহাট্টায় বরযাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। আজ শুক্রবার উপজেলার পাটলী এলাকায় মোহনগঞ্জ-নেত্রকোনা সড়কে এ ঘটনা ঘটে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরাকোনা থেকে একটি মাইক্রোবাস বিয়ের বরযাত্রী নিয়ে মোহনগঞ্জের উদ্দেশে রওনা দেয়। অপদিকে মোহনগঞ্জ থেকে যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশা নেত্রকোনার দিকে যাচ্ছিল। পথে বারহাট্টা উপজেলার পাটলী এলাকায় মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।

বারহাট্টায় মাইক্রোবাসের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষএতে মাইক্রোবাসের দুজন ও সিএনজির তিনজনসহ মোট পাঁচজন যাত্রী আহত হন। তবে কেউই গুরুতর আহত হননি। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান স্থানীয়রা। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান তারা। সংঘর্ষে সিএনজি অটোরিকশাটির অনেকাংশ ক্ষতিগ্রস্ত হয়। আর মাইক্রোবাসটির একপাশ দেবে যায়।

বারহাট্টা থানার ওসি মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সিএনজি অটোরিকশাটি বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় ঘটনাস্থলে রয়েছে। এর যাত্রীরা অন্য যানবাহনে করে গন্তব্যে চলে গেছে। আর মাইক্রোবাসটি বরযাত্রী নিয়ে চলে গেছে। এ ঘটনায় পাঁচ যাত্রী সামান্য আহত হলেও তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যৌতুকের জন্য নির্যাতনের শিকার নারীরা সব ক্ষেত্রে সরাসরি মামলা করতে পারবেন না

চাচাকে বিয়ে করতে না পেরে ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন করলেন নববধূ

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

ভারত যে পারমাণবিক বোমা ফেলেনি, পাকিস্তানের বুঝতে সময় লেগেছে ৩০-৪৫ সেকেন্ড

‘ভিআইপি রুম না পেয়ে’ হোটেল বারে ভাঙচুর, যুবদলের পদ হারালেন মনির হোসেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত