Ajker Patrika

বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি  
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১০: ২৪
বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ বেচারাম পরামানিক নামে ভারতীয় এক ট্রাকচালককে বৃহস্পতিবার রাতে আটক করেছে আনসার সদস্যরা। ছবি: আজকের পত্রিকা
বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ বেচারাম পরামানিক নামে ভারতীয় এক ট্রাকচালককে বৃহস্পতিবার রাতে আটক করেছে আনসার সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

যশোরের বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ বেচারাম পরামাণিক নামে ভারতীয় এক ট্রাকচালককে আটক করেছেন আনসার সদস্যরা। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বন্দরের কার্গোভেহিকেল টার্মিনাল গেইট থেকে তাঁকে আটক করা হয়।

আনসার কমান্ডার হেলালউজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা বন্দরের নিরাপত্তা জোরদার করেন। রাতে সন্দেহভাজন ট্রাকচালক বেচারাম পরামাণিককে একটি ব্যাগসহ টার্মিনাল এলাকা থেকে বের হতে দেখে তল্লাশি করা হয়। ব্যাগের ভেতর ২০টি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায়। পরে তাঁকে আটক করা হয়। পাসপোর্টগুলো ভারত থেকে অবৈধভাবে দেশে ঢোকানোর চেষ্টা করা হচ্ছিল বলে জানান তিনি।

জানা গেছে, সব পাসপোর্টেই গত ২৪ জুন সার্বিয়ার ভিসা লাগানো হয়েছিল। ধারণা করা হচ্ছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশে অবৈধভাবে প্রবেশের উদ্দেশ্যে এসব পাসপোর্ট ব্যবহার করা হচ্ছিল।

আটক ট্রাকচালককে পাসপোর্টসহ পুলিশে সোপর্দ করা হবে বলে জানিয়েছে আনসার কর্তৃপক্ষ।

জব্দ করা পাসপোর্টধারীদের মধ্যে যাঁদের পরিচয় পাওয়া গেছে, তাঁরা হলেন: ঢাকার নাজমুল ইসলাম, গাজীপুরের আবুল হোসেন, মানিকগঞ্জের শরিফুল ইসলাম, নোয়াখালীর আব্দুল কাদের, আব্দুল আজিজ, আব্দুর রহিম, রুপম চন্দ্র দাস, সাতক্ষীরার তন্মির হাসান, আরিফুল ইসলাম, পলাশ হোসেন, জাকারিয়া, আবু সাঈদ, ফেনির আব্দুল করিম, নরসিংদীর ফাইম মিয়া, চাঁদপুরের মোজাম্মেল হোসেন, নোয়াখালীর ইমরান হোসেন, কিশোরগঞ্জের অপূর্ব মিয়া, ঢাকার ফয়সাল আহম্মেদ, ব্রাহ্মণবাড়িয়ার ইসহাক ও সাতক্ষীরার হুমায়ুন কবির।

খবর পেয়ে রাতে বেনাপোল বন্দরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সংবাদকর্মীরা ভিড় করেন। পাসপোর্টধারীরা কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মী, নাকি কোনো অপরাধী চক্রের সদস্য—তা খতিয়ে দেখছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরি অধ্যাদেশ: বরখাস্তের দণ্ড বদলে বাধ্যতামূলক অবসর

ভারত যে পারমাণবিক বোমা ফেলেনি, পাকিস্তানের বুঝতে সময় লেগেছে ৩০-৪৫ সেকেন্ড

‘ভিআইপি রুম না পেয়ে’ হোটেল বারে ভাঙচুর, যুবদলের পদ হারালেন মনির হোসেন

বিএনপি নেতার ছেলের নেতৃত্বে হামলার ৩৫ দিন পর মৃত্যু, লাশ নিয়ে বিক্ষোভ

ফরিদপুরে এ কে আজাদের বাড়ির সামনে বিএনপির মিছিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত