Ajker Patrika

দেশ-বিদেশ থেকে ঘরে বসেই দান করা যাবে পাগলা মসজিদে

কিশোরগঞ্জ প্রতিনিধি
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। ছবি: আজকের পত্রিকা
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের নিজস্ব ওয়েবসাইট (www.paglamosque.org) উদ্বোধন করা হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে মসজিদটির ইতিহাস, ঐতিহ্য, নামাজের সময়সূচি ও নানা তথ্য জানা যাবে। একই সঙ্গে দেশ-বিদেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই অনলাইনে দান পাঠানো যাবে।

শুক্রবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক (যুগ্মসচিব) ফৌজিয়া খান ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি ওয়েবসাইটের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিকাশ ব্যবহার করে ৫ হাজার ৪০০ টাকা দান করেন।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন পাগলা মসজিদের খতিব মাওলানা আশরাফ আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মসজিদ কমিটির সদস্য সচিব মো. এরশাদ মিয়া, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী, আল-জামিয়াতুল ইমদাদিয়ার মুহতামিম মাওলানা শাব্বির আহমাদ রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ইকরাম হোসাইন প্রমুখ।

এছাড়া পাগলা মসজিদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, অঙ্গসংগঠনের প্রতিনিধি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ শহরের পশ্চিম প্রান্তে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদ জেলার অন্যতম ঐতিহাসিক ও ধর্মীয় প্রতিষ্ঠান। এই মসজিদ শুধু কিশোরগঞ্জ নয়, সারাদেশের মানুষের কাছে একটি আবেগের নাম। প্রতিদিনই দেশের নানা প্রান্ত থেকে মানুষ এখানে এসে দান করে যান। প্রতিবার দানসিন্দুক খোলার সময় কোটি টাকার বেশি পাওয়া যায়। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এ মসজিদে দানের পরিমাণও বেড়েই চলেছে।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই মসজিদকে ঘিরে গর্ববোধ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরি অধ্যাদেশ: বরখাস্তের দণ্ড বদলে বাধ্যতামূলক অবসর

‘অপারেশন সিঁদুরে’ তিন শত্রুর মোকাবিলা করেছে ভারত, অন্য দেশের নাম জানালেন সেনা কর্মকর্তা

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব’, ভিডিও ভাইরাল

ভুল করার পর জাদেজাকে কী বলে সতর্ক করেছেন বাংলাদেশের আম্পায়ার

মহাকাশে হারিয়ে গেল ৯ কোটি ডলারের স্যাটেলাইট, জলবায়ু গবেষণায় বড় ধাক্কা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত