Ajker Patrika

মেলান্দহে স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
মেলান্দহে স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

জামালপুরের মেলান্দহে রুবি বেগম (২৫) নামের এক গৃহবধূ একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আজ রোববার দুপুরে গৃহবধূর স্বামী তরিকুল ইসলাম বিপুলকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। 

এর আগে শনিবার রাত ১১টার দিকে উপজেলার নয়ানগর ঠাকুরপাড়া শ্বশুর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

গৃহবধূ রুবি ইসলামপুর উপজেলার সিরাজাবাদ এলাকায় মৃত ইউসুফ আলীর মেয়ে। এ ঘটনায় ওই গৃহবধূর বোন আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুবি বেগমের প্রায় ১০ বছর আগে বিয়ে হয়েছে। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে ঝগড়া লেগে থাকত। গতকাল রাতে গৃহবধূর স্বামী বিপুলের সঙ্গে রাতে ঝগড়া হয়। এতে অভিমানে বেগম গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। 

স্থানীয়রা বলছেন, গৃহবধূর স্বামী বিপুল তিনি দীর্ঘদিন ধরে মাদক সেবন করেন এবং জুয়া খেলেন। তাঁদের মধ্যে প্রায় ঝগড়া হতো। 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মাদ বলেন, এ ঘটনায় গৃহবধূর বোন আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন। গৃহবধূর স্বামীতে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত