Ajker Patrika

নেত্রকোনা কারা হেফাজতে মাদক মামলার আসামির মৃত্যু 

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা কারা হেফাজতে মাদক মামলার আসামির মৃত্যু 

নেত্রকোনা কারাগারে মাদক মামলার এক আসামির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে তাঁকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত আলী আহমেদ খান ওরফে শিপন মিয়া (৩৮) পৌর শহরের কাটলী এলাকার মরতুজ আলীর ছেলে। ২০১৮ সালে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারের পর থেকে শিপন কারাগারে ছিলেন বলে জানিয়েছে কারা পুলিশ। 

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাসমিয়া হোসেন অনন্যা জানান, হাসপাতালে আনার আগেই মারা যান শিপন। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। 

কারাগার থেকে শিপন মিয়াকে সদর হাসপাতালে নেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন নেত্রকোনা কারা পুলিশের সদস্য শাহিনুল ইসলাম। তিনি বলেন, ‘গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে বুকে ব্যথা অনুভব করেন শিপন। পরে তাকে কারা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে তাকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে তিনি মারা যান।’ 

শিপনের ভাই মনোয়ারুল হক সাবুল বলেন, ‘শিপনের মারা যাওয়ার খবর পেয়ে হাসপাতালে যাই। লাশ নেওয়ার জন্য অপেক্ষা করছি। আইনি প্রক্রিয়া শেষে লাশ নিয়ে যাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত