Ajker Patrika

নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় শাহাদাৎ (৩৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে দেওভোগ সিটি পার্কের ভেতরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত শাহাদাৎ শহরের জিমখানা এলাকার গেসুর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, রাতে পার্কের ভেতরে বেশ কয়েকজন যুবকের মাদক নিয়ে ঝগড়া করছিলেন। ঝগড়ার একপর্যায়ে ছুরিকাঘাতে আহত হন শাহাদাৎ। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, মাদক সেবন ও ব্যবসা নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়েছিল। পরে ছুরিকাঘাতে শাহাদাৎ আহত হয়। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু ঘটে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত