Ajker Patrika

ময়মনসিংহে সহপাঠীদের মারধর, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে সহপাঠীদের মারধর, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

ময়মনসিংহ জিলা স্কুলের তিন শিক্ষার্থীকে মারধরের ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে জিলা স্কুল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। 

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর বাউন্ডারি রোডে জিলা স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী হাসান আল আরাফ, দশম শ্রেণির শিক্ষার্থী আবু হামেদ কৃষাণসহ তিনজনকে কুপিয়ে আহত করা হয়। 

এঘটনায় আরাফের মা মোছা. রুনা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় আফরোজ খান মডেল স্কুলের শিক্ষার্থী মোস্তুফা কামাল, রিয়া সেদ পারভেজ, লিমন আহম্মেদ মুগ্ধ, নাহি, বিজয়, রাফসান রুদ্র, স্বপনীল সরকার এবং শুভসহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। 

মানববন্ধনে অংশ নেওয়া ময়মনসিংহ প্রগ্রেসিভ মডেল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী আফিফ আলম রেদওয়ান বলেন, ‘নেতাদের আশ্রয় প্রশ্রয়ে আফরোজ খান মডেল স্কুলের বেশ কয়েকজন শিক্ষার্থী বেপরোয়া হয়ে উঠেছে। তারা আমাদের প্রায় সময় মিছিল মিটিংয়ে যেতে বলে, না গেলেই হামলার শিকার হতে হয়। তারা ফেসবুকেও বিভিন্ন সময় আমাদের হুমকি দিয়ে থাকে।’ 

জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মীর মো. ফুজাইল বলেন, ‘আমরা প্রাইভেট পড়তে গেলে তারা প্রোগ্রামে যেতে বলে। গতকাল মঙ্গলবার প্রাইভেট পড়ে বের হওয়ার সময় মোস্তুফা কামাল, রিয়া সেদ পারভেজ, লিমন আহম্মেদ মুগ্ধদের কথা না শোনায় শিক্ষার্থীদের ওপর হামলা করে। এর বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বনা।’ 

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। হামলার বিষয়টি আমরা তদন্ত করছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত