Ajker Patrika

শেরপুর সীমান্ত দিয়ে শিশুসহ ১০ জনকে পুশ ইন করল বিএসএফ

শেরপুর প্রতিনিধি
আপডেট : ১১ জুলাই ২০২৫, ১৬: ০২
শুক্রবার ভোরে নালিতাবাড়ীর পানিহাতা সীমান্ত দিয়ে পুশইন করা ১০ নারী-পুরুষ ও শিশু। ছবি: আজকের পত্রিকা
শুক্রবার ভোরে নালিতাবাড়ীর পানিহাতা সীমান্ত দিয়ে পুশইন করা ১০ নারী-পুরুষ ও শিশু। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত দিয়ে শিশুসহ ১০ নারী-পুরুষকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ (১১ জুলাই) ভোরে তাদের পুশ ইন করা হয়। তাদের মধ্যে দুজন পুরুষ, চারজন নারী ও চার শিশু রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের অধীন পানিহাতা এলাকার সীমান্ত পিলার-১১১৮/৩-এসের কাছ দিয়ে ওই ১০ জনকে পুশ ইন করে ভারতের ২২ ব্যাটালিয়নের বাবুরামবিল ক্যাম্পের বিএসএফ সদস্যরা। পরে তাদের সীমান্ত এলাকা থেকে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়।

বিজিবি আরও জানায়, আটককৃতরা দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে নয়াদিল্লিতে অবস্থান করছিল। পরে ভারতীয় পুলিশ বিশেষ অভিযানে কোনো বৈধ কাগজপত্র না পাওয়ায় তাদের আটক করে। দু-তিন দিন আগে তাদের বিমানযোগে নয়াদিল্লি থেকে গোয়াহাটিতে নিয়ে আসা হয়। পরে গোয়াহাটি থেকে বিএসএফের বাবুরামবিল ক্যাম্পের সদস্যরা গতকাল রাতে ওই নাগরিকদের বাংলাদেশে পুশ ইন করেন।

তাঁদের সবাই সাতক্ষীরা জেলার তালা উপজেলার সাহাজাদপুর এলাকার বাসিন্দা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, পরবর্তী কার্যক্রমের জন্য তাদের নালিতাবাড়ী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ভারত থেকে আসা ১০ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারা দেশে আরও ১০ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা

‘আজ বুঝলাম সময়ের কাছে মানুষ কত অসহায়’—মৃত্যুর আগে স্ট্যাটাস স্বেচ্ছাসেবক লীগ নেতার

জগন্নাথপুরে এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া রাইদা হতে চায় চিকিৎসক

রামদা হাতে ভাইরাল সেই সাবেক যুবদল নেতাকে গুলি ও পায়ের রগ কেটে হত্যা

এনআইডি প্রকল্পে দুর্নীতি: কে এই রহস্যময় ‘মিস্টার জি’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত