Ajker Patrika

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের জেরে ছাত্রদল-শিবিরের মারামারি, জামায়াত নেতা জখম

বরগুনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরগুনার পাথরঘাটায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের জেরে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে নাসির উদ্দিন (৩৫) নামের জামায়াতে ইসলামীর এক কর্মীকে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলা শহরের বাজার রোডে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত নাসিরকে উদ্ধার করে প্রথমে পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে দুই পক্ষের মারামারিতে পাথরঘাটা শহরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের বিভিন্ন পয়েন্টে নৌবাহিনী ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল পাথরঘাটা পৌরসভার সামনের পুকুরপাড়ে বন্ধুকে নিয়ে ফুচকার দোকানে আসা এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে পৌর ছাত্রশিবিরের সম্পাদক নাঈমকে (১৮) গালাগাল করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে থানায় নিয়ে যায়। সন্ধ্যার পর বিএনপি ও জামায়াতের নেতারা এসে বিষয়টি মীমাংসার জন্য সালিস বৈঠকে বসেন।

সালিস চলাকালে ছাত্রদলের কিছু কর্মী দেশীয় অস্ত্র নিয়ে শহরে মোটরসাইকেলে মহড়া দেন। পরে পাথরঘাটা পৌর জামায়াতের আমির বজলুর রহমানের মালিকানাধীন ফার্মেসিতে হামলা চালান। এ সময় পাথরঘাটা বাজারের মুরগি ব্যবসায়ী ও জামায়াত কর্মী নাসির উদ্দিন প্রতিবাদ করতে গেলে তাঁকে কুপিয়ে জখম করা হয়। পরে রাত ১১টার দিকে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন জামায়াতের নেতা-কর্মীরা।

এ সময় পাথরঘাটা পৌরসভার সাবেক কাউন্সিলর মাহবুব রহমান খান তাঁর বক্তব্যে বলেন, ছাত্রলীগের কর্মীরা বিএনপিতে যোগ দিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছেন। দ্রুত তাঁদের গ্রেপ্তার করা না হলে পাথরঘাটায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য প্রশাসনকেই দায়িত্ব নিতে হবে।

পাথরঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা মাসুদুল আলম বলেন, জামায়াতের পৌর আমির মাওলানা বজলুর রহমান ও নাসির উদ্দিনের ওপর হামলা হয়েছে। নাসির এখন মৃত্যুশয্যায়। এ ঘটনায় আমরা থানায় মামলা করেছি। যারা কুপিয়েছে, সেই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

জানতে চাইলে পাথরঘাটা পৌর বিএনপির সদস্যসচিব এসমাইল সিকদার এসমে বলেন, ‘এক মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনায় শিবির ও ছাত্রদলের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে থানায় সালিস বৈঠক চলছিল। এ সময় জামায়াত কর্মীকে কারা কুপিয়েছে, তা আমার জানা নেই।’

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান আজকের পত্রিকাকে জানান, মারামারির ঘটনায় থানায় মামলা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে শহরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করায় পুলিশ ও নৌবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারা দেশে আরও ১০ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা

‘আজ বুঝলাম, সময়ের কাছে মানুষ কত অসহায়’—মৃত্যুর আগে স্ট্যাটাস স্বেচ্ছাসেবক লীগ নেতার

পাথর দিয়ে মাথা থেঁতলে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় চারজন গ্রেপ্তার

রামদা হাতে ভাইরাল সেই সাবেক যুবদল নেতাকে গুলি ও পায়ের রগ কেটে হত্যা

জগন্নাথপুরে এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া রাইদা হতে চায় চিকিৎসক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত