Ajker Patrika

জামালপুরে কমিউটার ট্রেনে হামলা, দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক

জামালপুর প্রতিনিধি
আপডেট : ১৭ মে ২০২৪, ১০: ০০
জামালপুরে কমিউটার ট্রেনে হামলা, দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক

জামালপুরে কমিউটার ট্রেনে হামলার ঘটনায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল বৃহস্পতিবার রাতে জামালপুর সদরের নরুন্দি স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে হামলার ঘটনায় রাতেই তাদের পুলিশে দেওয়া হয়।

আটক কিশোররা হলেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তারাটি পূর্বপাড়া এলাকার কিশোর (১৫), একই এলাকার মারুফ হোসেন (১৮), রাকিব হোসেন (২০), রাকিব হাসান (১৮), মো. শিহাব উদ্দিন (২২) এবং একই উপজেলার ডওয়াখোলা এলাকার শাকিল আহম্মেদ (১৮)।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের এক ছাত্রের সঙ্গে শত্রুতার জেরে গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে ময়মনসিংহ থেকে জামালপুরের বাড়ি ফিরছিলেন এক ছাত্র। ময়মনসিংহ স্টেশন থেকে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের ছয় সদস্য একই ট্রেনে ওঠে। কিশোর গ্যাংয়ের সদস্যরা পিয়ারপুর স্টেশনে নেমে ওই ছাত্রকে ট্রেন থেকে টেনে-হিঁচড়ে নামানোর চেষ্টা করে। তবে যাত্রীদের বাধার মুখে তাকে নামানো সম্ভব হয়নি।

ট্রেনটি নরুন্দি স্টেশনে বিরতি দিলে কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে ওই ছাত্রকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে যাত্রীদের ওপর হামলা চালায়। এ সময় তারা ট্রেনের জানালা ভাঙচুর শুরু করে। যাত্রীরা আতঙ্কিত হয়ে ট্রেনের জানালা দরজা বন্ধ করে দেয়। ইতিমধ্যে ট্রেন ছেড়ে দিলে কিশোর গ্যাংয়ের ছয় সদস্য স্টেশনে ঘোরাফেরা করতে থাকলে স্টেশনে থাকা লোকজন তাদের আটক করে। এ সময় তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করা হয়।

কিশোর গ্যাংয়ের সদস্যদের কাছ থেকে উদ্ধার দেশীয় অস্ত্রএ বিষয়ে জানতে চাইলে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু ঘটনাটি রেল বিভাগের, আমরা আটক কিশোরদের বিষয়টি রেলওয়ে থানার পুলিশকে জানিয়েছি। পুলিশ এসে তাদের নিয়ে যাবে। এ বিষয়ে রেলওয়ে থানায় মামলা হবে। তবে যে ছাত্রের সঙ্গে ঘটনা ঘটেছে, তাকে চিহ্নিত করা যায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত