জামালপুর প্রতিনিধি
জামালপুরে কমিউটার ট্রেনে হামলার ঘটনায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল বৃহস্পতিবার রাতে জামালপুর সদরের নরুন্দি স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে হামলার ঘটনায় রাতেই তাদের পুলিশে দেওয়া হয়।
আটক কিশোররা হলেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তারাটি পূর্বপাড়া এলাকার কিশোর (১৫), একই এলাকার মারুফ হোসেন (১৮), রাকিব হোসেন (২০), রাকিব হাসান (১৮), মো. শিহাব উদ্দিন (২২) এবং একই উপজেলার ডওয়াখোলা এলাকার শাকিল আহম্মেদ (১৮)।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের এক ছাত্রের সঙ্গে শত্রুতার জেরে গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে ময়মনসিংহ থেকে জামালপুরের বাড়ি ফিরছিলেন এক ছাত্র। ময়মনসিংহ স্টেশন থেকে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের ছয় সদস্য একই ট্রেনে ওঠে। কিশোর গ্যাংয়ের সদস্যরা পিয়ারপুর স্টেশনে নেমে ওই ছাত্রকে ট্রেন থেকে টেনে-হিঁচড়ে নামানোর চেষ্টা করে। তবে যাত্রীদের বাধার মুখে তাকে নামানো সম্ভব হয়নি।
ট্রেনটি নরুন্দি স্টেশনে বিরতি দিলে কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে ওই ছাত্রকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে যাত্রীদের ওপর হামলা চালায়। এ সময় তারা ট্রেনের জানালা ভাঙচুর শুরু করে। যাত্রীরা আতঙ্কিত হয়ে ট্রেনের জানালা দরজা বন্ধ করে দেয়। ইতিমধ্যে ট্রেন ছেড়ে দিলে কিশোর গ্যাংয়ের ছয় সদস্য স্টেশনে ঘোরাফেরা করতে থাকলে স্টেশনে থাকা লোকজন তাদের আটক করে। এ সময় তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু ঘটনাটি রেল বিভাগের, আমরা আটক কিশোরদের বিষয়টি রেলওয়ে থানার পুলিশকে জানিয়েছি। পুলিশ এসে তাদের নিয়ে যাবে। এ বিষয়ে রেলওয়ে থানায় মামলা হবে। তবে যে ছাত্রের সঙ্গে ঘটনা ঘটেছে, তাকে চিহ্নিত করা যায়নি।’
জামালপুরে কমিউটার ট্রেনে হামলার ঘটনায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল বৃহস্পতিবার রাতে জামালপুর সদরের নরুন্দি স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে হামলার ঘটনায় রাতেই তাদের পুলিশে দেওয়া হয়।
আটক কিশোররা হলেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তারাটি পূর্বপাড়া এলাকার কিশোর (১৫), একই এলাকার মারুফ হোসেন (১৮), রাকিব হোসেন (২০), রাকিব হাসান (১৮), মো. শিহাব উদ্দিন (২২) এবং একই উপজেলার ডওয়াখোলা এলাকার শাকিল আহম্মেদ (১৮)।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের এক ছাত্রের সঙ্গে শত্রুতার জেরে গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে ময়মনসিংহ থেকে জামালপুরের বাড়ি ফিরছিলেন এক ছাত্র। ময়মনসিংহ স্টেশন থেকে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের ছয় সদস্য একই ট্রেনে ওঠে। কিশোর গ্যাংয়ের সদস্যরা পিয়ারপুর স্টেশনে নেমে ওই ছাত্রকে ট্রেন থেকে টেনে-হিঁচড়ে নামানোর চেষ্টা করে। তবে যাত্রীদের বাধার মুখে তাকে নামানো সম্ভব হয়নি।
ট্রেনটি নরুন্দি স্টেশনে বিরতি দিলে কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে ওই ছাত্রকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে যাত্রীদের ওপর হামলা চালায়। এ সময় তারা ট্রেনের জানালা ভাঙচুর শুরু করে। যাত্রীরা আতঙ্কিত হয়ে ট্রেনের জানালা দরজা বন্ধ করে দেয়। ইতিমধ্যে ট্রেন ছেড়ে দিলে কিশোর গ্যাংয়ের ছয় সদস্য স্টেশনে ঘোরাফেরা করতে থাকলে স্টেশনে থাকা লোকজন তাদের আটক করে। এ সময় তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু ঘটনাটি রেল বিভাগের, আমরা আটক কিশোরদের বিষয়টি রেলওয়ে থানার পুলিশকে জানিয়েছি। পুলিশ এসে তাদের নিয়ে যাবে। এ বিষয়ে রেলওয়ে থানায় মামলা হবে। তবে যে ছাত্রের সঙ্গে ঘটনা ঘটেছে, তাকে চিহ্নিত করা যায়নি।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরীন চৌধুরীকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দিতে পারিনি। এটি আমাদের ব্যর্থতা। তিনি ২০ জন শিক্ষার্থীকে উদ্ধার করে নিজের জীবন দিয়েছেন। এ দেশে বাহিনী ছাড়া সিভিলিয়ানরা...
১১ মিনিট আগেচলছে শ্রাবণ মাস। বর্ষা মৌসুম। এই সময়ে টানা বৃষ্টি, স্যাঁতসেঁতে মাঠঘাট আর আকাশে মেঘের ঘনঘটা—এমন চিত্রই আমাদের কাছে চিরচেনা। কিন্তু উত্তরবঙ্গের জেলা পঞ্চগড়ে আজ বুধবার একদমই অন্যরকম সকালের চিত্র দেখা গেছে। ভোরবেলা ঘুম ভাঙতেই দেখা গেল—চারদিক কুয়াশায় ঢাকা। ঘাসে ঘাসে শিশির, রাস্তায় ঝাপসা আলো, যেন শীতকাল
২১ মিনিট আগেনিহতের সহকর্মী ওবায়দুর রহমান জানান, আতিকুর রহমান কমলাপুর রেলওয়ে স্টেশনে কর্মরত ছিলেন। বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর গ্রামে। রাজধানীর সবুজবাগ বাসাবো এলাকায় একটি মেসে থাকতেন। তাঁর স্ত্রী ও তিন সন্তান গ্রামে থাকেন।
২৮ মিনিট আগেডেমরা থানার উপপরিদর্শক (এসআই) কাকন মিয়া বলেন, ‘সকালে ডেমরার শাপলা চত্বর এলাকায় এক তরুণ গণপিটুনির শিকার হয়েছে বলে খবর পাই। পরে সেখানে গিয়ে তাঁকে অচেতন অবস্থায় পেয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
৩৬ মিনিট আগে