জামালপুর প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি (সাময়িক বরখাস্ত) ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ নয়জনের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।
আজ মঙ্গলবার জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক মো. আতাউল্লাহ এ আদেশ দেন।
আসামিরা হলেন–প্রধান আসামি মাহমুদুল আলম বাবু, মনিরুজ্জামান মনির, রেজাউল করিম, জাকিরুল, গোলাম কিবরিয়া সুমন, মিলন, ওয়াহিদুজ্জামান, ফজলু ও কফিল উদ্দিন।
বাদীর আইনজীবী ইউসুফ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ নয়জনের জামিন শুনানি শেষ হয়েছে। যেহেতু মামলাটি তদন্তাধীন এবং তিনজন আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই মুহূর্তে আসামি জামিনে গেলে তদন্তের ব্যাঘাত ঘটতে পারে। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে সবার জামিন আবেদন নামঞ্জুর করেছেন।’
উল্লেখ্য, গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পৌর শহরের পাটহাটি মোড় এলাকায় প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক নাদিম। পরে আহত অবস্থা বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরে ১৭ জুন নিহত সাংবাদিকের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ২২ জনের নামে ও ২০ / ২৫ জনকে অজ্ঞত আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাংবাদিক নাদিম বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি এবং নিলক্ষিয়া ইউনিয়নের গোমেরপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে।
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি (সাময়িক বরখাস্ত) ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ নয়জনের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।
আজ মঙ্গলবার জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক মো. আতাউল্লাহ এ আদেশ দেন।
আসামিরা হলেন–প্রধান আসামি মাহমুদুল আলম বাবু, মনিরুজ্জামান মনির, রেজাউল করিম, জাকিরুল, গোলাম কিবরিয়া সুমন, মিলন, ওয়াহিদুজ্জামান, ফজলু ও কফিল উদ্দিন।
বাদীর আইনজীবী ইউসুফ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ নয়জনের জামিন শুনানি শেষ হয়েছে। যেহেতু মামলাটি তদন্তাধীন এবং তিনজন আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই মুহূর্তে আসামি জামিনে গেলে তদন্তের ব্যাঘাত ঘটতে পারে। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে সবার জামিন আবেদন নামঞ্জুর করেছেন।’
উল্লেখ্য, গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পৌর শহরের পাটহাটি মোড় এলাকায় প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক নাদিম। পরে আহত অবস্থা বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরে ১৭ জুন নিহত সাংবাদিকের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ২২ জনের নামে ও ২০ / ২৫ জনকে অজ্ঞত আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাংবাদিক নাদিম বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি এবং নিলক্ষিয়া ইউনিয়নের গোমেরপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে।
চট্টগ্রামের আনোয়ারায় চোর সন্দেহে নিজাম উদ্দিন প্রকাশ আব্দুল মান্নান (৩২) নামের এক অটোচালককে মারধর করে পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. মনছুর (৩৫) ও মিনহাজ (২২) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৪ মিনিট আগেটঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়রা মব তৈরি করে ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর হামলার চেষ্টা করে। আমরা উদ্ধার অভিযান চালানো আপৎকালীন কর্মীদের নিরাপদে সরিয়ে নিই। এরপর সন্ধ্যা ৭টায় উদ্ধার কার্যক্রম আজকের মতো সমাপ্তি ঘোষণা করা হয়। আগামীকাল (মঙ্গল) যদি সে
১২ মিনিট আগেপ্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘জুলাই অভ্যুত্থান শুধু ঢাকার নয়, চট্টগ্রাম ছিল এই বিপ্লবের অন্যতম দুর্গ। চট্টগ্রাম ছিল আমাদের অহংকার। এই জনপদ থেকেই ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি হয়েছিল।’
১৩ মিনিট আগে২০২৪ সালের ২৭ জুলাই রাজধানীর পল্টন মোড়ে কারফিউ ভেঙে ‘হামার বেটাক মারলু ক্যানে’ শীর্ষক নারীদের যে প্রতিবাদ সমাবেশ হয়েছিল, তার বর্ষপূর্তি স্মরণে এবার শাহবাগে তিন দফা দাবিতে নারী সংগঠনগুলোর পক্ষ থেকে সমাবেশ করা হয়েছে।
২০ মিনিট আগে