শেরপুর প্রতিনিধি
সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরা (৯০) ও তাঁর স্ত্রী সালমা খাতুনকে (৮০) শেরপুর সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা।
আজ মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে ফ্যাসিস্ট সরকারের দোসর আখ্যায়িত করে বিচার দাবি করেন বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তবে হীরা বা তাঁর স্ত্রীর নামে শেরপুর ও জামালপুর থানায় কোনো মামলা নেই বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, আজ মঙ্গলবার বিকেলে সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা তাঁর জমি বিক্রির দলিল দিতে শেরপুর সদর সাব-রেজিস্ট্রির কার্যালয়ে আসেন। খবর পেয়ে স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতা-কর্মীরা তাঁকে আটকে রেখে পুলিশে খবর দেন।
পরে তাঁকে ঘিরে বিক্ষোভ মিছিল এবং শাস্তির দাবি জানান তাঁরা। পরে পুলিশ তাঁদের আটক করে শেরপুর সদর থানায় নিয়ে যায়। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী ছিলেন।
জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম সানী ও শহর শ্রমিক দলের সভাপতি মাছুদুর রহমান নয়ন বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর সাবেক ভূমিদস্যু রেজাউল করিম হীরা স্ত্রীসহ শেরপুর সদর সাব-রেজিস্ট্রার অফিসে জমি বিক্রির দলিল করতে আসেন। আমরা খবর পেয়ে স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে তাদের আটক করে পুলিশ তুলে দিই। তারা তাদের ছেড়ে দেওয়ার জন্য আমাদের অর্থের প্রলোভনও দেখিয়েছে। কিন্তু আমরা তাদের ফাঁদে পা দিইনি। আমরা এই ভূমিদস্যু আওয়ামী লীগ নেতার বিচার দাবি করছি।’
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জল বলেন, ‘সাবেক ভূমিমন্ত্রী হীরা বিগত আওয়ামী লীগ আমলে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছে। সেই অবৈধ সম্পদ বিক্রি করে হয়তো দেশ ছাড়ার পাঁয়তারা করছিল তারা। আমরা তাকে আটক করে পুলিশে দিয়েছি। তার বিচার চাই।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, ‘খবর পেয়ে সাব-রেজিস্ট্রি অফিস থেকে সস্ত্রীক থানায় আনা হয়েছে। তাঁদের নামে জামালপুর বা শেরপুর থানায় কোনো মামলা নেই। জামালপুর থানায় আমরা যোগাযোগ করছি।’
শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, ‘দেশের কোনো থানায় হীরার নামে মামলা রয়েছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।’
উল্লেখ্য, রেজাউল করিম হীরা আওয়ামী লীগের ১৯৯৬, ২০০৯, ২০১৪ সময়কালে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠিত হলে হীরা ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরা (৯০) ও তাঁর স্ত্রী সালমা খাতুনকে (৮০) শেরপুর সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা।
আজ মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে ফ্যাসিস্ট সরকারের দোসর আখ্যায়িত করে বিচার দাবি করেন বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তবে হীরা বা তাঁর স্ত্রীর নামে শেরপুর ও জামালপুর থানায় কোনো মামলা নেই বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, আজ মঙ্গলবার বিকেলে সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা তাঁর জমি বিক্রির দলিল দিতে শেরপুর সদর সাব-রেজিস্ট্রির কার্যালয়ে আসেন। খবর পেয়ে স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতা-কর্মীরা তাঁকে আটকে রেখে পুলিশে খবর দেন।
পরে তাঁকে ঘিরে বিক্ষোভ মিছিল এবং শাস্তির দাবি জানান তাঁরা। পরে পুলিশ তাঁদের আটক করে শেরপুর সদর থানায় নিয়ে যায়। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী ছিলেন।
জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম সানী ও শহর শ্রমিক দলের সভাপতি মাছুদুর রহমান নয়ন বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর সাবেক ভূমিদস্যু রেজাউল করিম হীরা স্ত্রীসহ শেরপুর সদর সাব-রেজিস্ট্রার অফিসে জমি বিক্রির দলিল করতে আসেন। আমরা খবর পেয়ে স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে তাদের আটক করে পুলিশ তুলে দিই। তারা তাদের ছেড়ে দেওয়ার জন্য আমাদের অর্থের প্রলোভনও দেখিয়েছে। কিন্তু আমরা তাদের ফাঁদে পা দিইনি। আমরা এই ভূমিদস্যু আওয়ামী লীগ নেতার বিচার দাবি করছি।’
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জল বলেন, ‘সাবেক ভূমিমন্ত্রী হীরা বিগত আওয়ামী লীগ আমলে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছে। সেই অবৈধ সম্পদ বিক্রি করে হয়তো দেশ ছাড়ার পাঁয়তারা করছিল তারা। আমরা তাকে আটক করে পুলিশে দিয়েছি। তার বিচার চাই।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, ‘খবর পেয়ে সাব-রেজিস্ট্রি অফিস থেকে সস্ত্রীক থানায় আনা হয়েছে। তাঁদের নামে জামালপুর বা শেরপুর থানায় কোনো মামলা নেই। জামালপুর থানায় আমরা যোগাযোগ করছি।’
শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, ‘দেশের কোনো থানায় হীরার নামে মামলা রয়েছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।’
উল্লেখ্য, রেজাউল করিম হীরা আওয়ামী লীগের ১৯৯৬, ২০০৯, ২০১৪ সময়কালে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠিত হলে হীরা ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
রাফসানা আক্তার আরও বলেন, ‘একপর্যায়ে বাসের হেলপার আমার সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করেন। তখন আমি আমার স্বামীকে মোবাইল ফোনে কল করতে গেলে উনি আমার ফোন কেড়ে নিয়ে আমার মুখে চারটি ঘুষি মারেন। এসব দেখে আশপাশের একটা মানুষও প্রতিবাদ করেনি। আমার মা-বাবাকে নিয়ে গালিগালাজ করতে শুরু করেন। পরে ক্যাম্পাসে কয়েকজন
৮ মিনিট আগেবিচার ছাড়াই ৩০ বছর কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামের মানসিক ভারসাম্যহীন কনু মিয়া। আজ মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এর আগে গতকাল সোমবার (১৪ জুলাই) জামিন মঞ্জুর করেন জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম।
৯ মিনিট আগেরাজধানীর পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে (৪৩) পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি মাহমুদুল হাসান মহিনকে আবার ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তাকে ফের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
১৩ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির উদ্দেশ্যে শ্বশুর ও পুত্রবধূকে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার পর তারা বাড়ি থেকে ৬ লাখ টাকা ও গয়না লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা বিভাগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত
২০ মিনিট আগে