Ajker Patrika

ধীর গতির শহর ময়মনসিংহ, গান-অভিনয়ে সংস্কৃতিকর্মীদের প্রতিবাদ

ময়মনসিংহ প্রতিনিধি
ধীর গতির শহর ময়মনসিংহ, গান-অভিনয়ে সংস্কৃতিকর্মীদের প্রতিবাদ

বিশ্বের ধীর গতির শহরের তালিকায় নবম ময়মনসিংহ। ১৫২টি দেশের ১ হাজার ২০০টির বেশি শহরে যান চলাচলের গতি বিশ্লেষণে এই চিত্র উঠে এসেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। 

বিশ্বের ধীর গতির শহরের তালিকায় ময়মনসিংহ যুক্ত হওয়ায় অভিনয়, গান, আবৃত্তির মাধ্যমে আক্ষেপ প্রকাশ করেছেন ময়মনসিংহের সংস্কৃতিজনেরা। আজ শুক্রবার বিকেলে নগরীর জয়নুল আবেদিন উদ্যান সংলগ্ন ব্যাটবল চত্বরে ‘ধীরগতির দুর্গতি’ নামের অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

জয়নুল আবেদিন উদ্যান সংলগ্ন ব্যাটবল চত্বরে ‘ধীরগতির দুর্গতি’ অনুষ্ঠানের দর্শকসংস্কৃতিকর্মী ও আয়োজক শামীম আশরাফের উপস্থাপনায় এ আয়োজনের সূচনা করেন বহুরূপী নাট্য সংস্থার সদস্যসচিব শাহাদাৎ হোসেন হিলু। এরপর চলে গান, কবিতা আবৃত্তি, নাটিকা। এসবের মাধ্যমে এই শহরের নানা দুর্ভোগের চিত্র শিল্পীরা প্রকাশ করেন। 

বহুরূপী নাট্য সংস্থার সদস্যসচিব শাহাদাৎ হোসেন হিলু বলেন, ‘ময়মনসিংহ ধীর গতির শহর হয়েছে। সময় হচ্ছে মানুষের জীবনের একটি অপরিহার্য অংশ। যেখানে আমরা সময়ের গতির মধ্যে চলব সেখানে গতিতে না গিয়ে আমরা সময়ের মধ্যে হারিয়ে যাচ্ছি। এতে দৈনন্দিন জীবনে নানা ক্ষতি হচ্ছে।’ 

আয়োজক শামীম আশরাফ বলেন, ‘এই নগর বিশ্বে নবম হয়েছে, এটি আমাদের জন্য দুঃসংবাদ। আমরা আমাদের এই শহরটিকে সুস্থ, সুন্দর, বাসযোগ্য শহর হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত