Ajker Patrika

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ নিহত ২ 

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ নিহত ২ 

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুজন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলার জারিয়া বাস স্টেশনের শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও একজন। 

নিহত মোটরসাইকেল আরোহীর নাম আনোয়ার হোসেন (৩৫) এবং মোটরসাইকেল চালক জুয়েল মিয়া (২৭)। তাঁদের দুজনই গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের নাহরাবাজার এলাকার বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে আনোয়ার হোসেন ও তাঁর খালাতো বোন মারুফা ভাড়ায় চালিত মোটরসাইকেলে গৌরীপুর থেকে দুর্গাপুরে চিকিৎসকের কাছে যান। দুপুরে ওই মোটরসাইকেলে দুর্গাপুর থেকে ফেরার পথে পেছন থেকে বালু বোঝাই একটি ট্রাক তাঁদের ধাক্কা দেয়। এতে আনোয়ার ও মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই মারা যান। এ সময় মারুফা আহত হন। 

দুর্ঘটনার পর ভিড় করেন স্থানীয়রা। এ সময় রাস্তায় যান চলাচল হয়। ছবি: আজকের পত্রিকা পূর্বধলা থানার পরিদর্শক (তদন্ত) নূরুল আলম বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক জব্দ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত