Ajker Patrika

শেখ হাসিনা আসছেন, মিছিলে মুখরিত ময়মনসিংহ নগরী

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১১ মার্চ ২০২৩, ১১: ৪০
শেখ হাসিনা আসছেন, মিছিলে মুখরিত ময়মনসিংহ নগরী

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘জয়, শেখ হাসিনার জয়’—এমন সব স্লোগানে মুখরিত পুরো ময়মনসিংহ নগরী। আজ শনিবার সকাল ৯টা থেকেই নগরীর বিভিন্ন সড়কে নেতা-কর্মীদের মিছিল শুরু হয়। ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে বেলা ৩টায় জনসভা শুরু হওয়ার কথা থাকলেও জায়গা নিয়ে শেখ হাসিনার নজরে আসতে আগে থেকেই নেতা-কর্মীরা মিছিল করে মাঠে প্রবেশ করেন।

নেত্রকোনার আটপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম বলেন, ‘আমাদের আগে থেকেই লক্ষ্য ছিল নগরীতে মিছিল করে সকাল ৯টার মধ্যে মাঠে প্রবেশ করার। সেই লক্ষ্যে আমরা পাটগুদাম ব্রিজ মোড় থেকে মিছিল করে সার্কিট হাউজ মাঠে যাচ্ছি।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, ‘ভোর থেকেই নগরীর মোড়ে মোড়ে নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন শেখ হাসিনাকে স্বাগত জানাতে। আজ স্মরণকালের সবচেয়ে বড় জনসভা হবে ময়মনসিংহে। আমাদের নেত্রীর উন্নয়নের উপহার হিসেবে দলমত-নির্বিশেষে জনসভা সফল করার জন্য মাঠে উপস্থিত থাকব।’ 

এর আগে ২০১৮ সালের ২ নভেম্বর ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত