Ajker Patrika

দুর্গাপুরে লরি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে যুবক নিহত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ০৮ জুন ২০২৩, ১৬: ৪৭
দুর্গাপুরে লরি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনার দুর্গাপুরে লরি ও দুই মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে শাহ আলম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক তোফাজ্জল (৪৫) আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। 

আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ত্রিনালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম একই ইউনিয়নের ফারংপাড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে।  

স্থানীয়রা জানান, সদর ইউনিয়নের ফারংপাড়া থেকে বালুভর্তি লরি ও তোফাজ্জল তাঁর মোটরসাইকেল নিয়েও দুর্গাপুরের দিকে আসছিলেন। একই রাস্তা দিয়ে দুর্গাপুর থেকে মোটরসাইকেল চালিয়ে ফারংপাড়ায় আসছিল শাহ আলম। পথে ত্রিনালী এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেল বেপরোয়া গতির লরির সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। 

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য নেয়। সেখানকার চিকিৎসক গুরুতর আহত শাহ আলমকে ময়মনসিংহ মেডিকেলে কলেজ (মমেক) হাসপাতালে পাঠান। সকাল ১০টার দিকে মমেক হাসপাতালে শাহ আলমের মৃত্যু হয়। এ ঘটনার পরপরই স্থানীয়রা ফারংপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে বালুবাহী গাড়ি চলাচলের রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়।

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, লরিটি জব্দ করে চালককে আটক করে থানায় নেওয়া হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত