নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ বেড়ে গেছে ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগীর চাপ। ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে আজ মঙ্গলবার পর্যন্ত ৬৯ জন রোগী ভর্তি হন। প্রতিদিন হাসপাতাল ছাড়ছেন ১০-১২ জন রোগী। এতে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আজ দুপুর পর্যন্ত হাসপাতালে ভর্তি হন ৬৯ এবং আউটডোরে চিকিৎসা নিয়েছেন ৫৮৩ জন। এর মধ্যে পুরুষ ২৩০ ও মহিলা ৩৫৩ জন রয়েছেন। জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন ১০৬ জন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে পাঁচ বছরের নিচে ২৫টি শিশুও রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে ডায়রিয়া ও অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের মধ্যে বয়স্ক ও শিশুর সংখ্যাই বেশি। প্রয়োজনের তুলনায় শয্যা না থাকায় অনেক রোগীকে বাধ্য হয়ে হাসপাতালের মেঝে ও বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। এতে রোগীর সঙ্গে থাকা স্বজনদের ভোগান্তিতে পড়তে দেখা গেছে।
উপজেলার নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের তাছলিমা আক্তার বলেন, ‘৪৫ দিনের বাচ্চা নিয়ে হাসপাতালে ছয় দিন ধরে ভর্তি। শ্বাসকষ্ট ও সর্দির কারণে ছেলেটির নিউমোনিয়া হয়ে গেছে। কষ্ট করে হলেও চিকিৎসা নিতে হবে।
শেরপুর ইউনিয়নের লংগারপাড় গ্রামের জহুরা খাতুন জানান, ‘নাতিকে নিয়ে দুদিন ধরে হাসপাতালে আছি। চার-পাঁচ দিন ধরে নিউমোনিয়া। পুত্রবধূ গার্মেন্টসে চাকরি করে, ১৮ মাস বয়সের নাতিকে নিয়ে ভোগান্তিতে আছি।’
এ নিয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, ‘উপজেলায় পাঁচ লাখ মানুষের স্বাস্থ্যসেবার জন্য ৫০ শয্যার হাসপাতাল অপ্রতুল। তবুও আমরা সেবা দিয়ে যাচ্ছি। আবহাওয়ার পরিবর্তনের কারণে শিশুসহ বয়স্করা ঠান্ডাজনিত রোগে ভুগছেন।’
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ বেড়ে গেছে ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগীর চাপ। ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে আজ মঙ্গলবার পর্যন্ত ৬৯ জন রোগী ভর্তি হন। প্রতিদিন হাসপাতাল ছাড়ছেন ১০-১২ জন রোগী। এতে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আজ দুপুর পর্যন্ত হাসপাতালে ভর্তি হন ৬৯ এবং আউটডোরে চিকিৎসা নিয়েছেন ৫৮৩ জন। এর মধ্যে পুরুষ ২৩০ ও মহিলা ৩৫৩ জন রয়েছেন। জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন ১০৬ জন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে পাঁচ বছরের নিচে ২৫টি শিশুও রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে ডায়রিয়া ও অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের মধ্যে বয়স্ক ও শিশুর সংখ্যাই বেশি। প্রয়োজনের তুলনায় শয্যা না থাকায় অনেক রোগীকে বাধ্য হয়ে হাসপাতালের মেঝে ও বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। এতে রোগীর সঙ্গে থাকা স্বজনদের ভোগান্তিতে পড়তে দেখা গেছে।
উপজেলার নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের তাছলিমা আক্তার বলেন, ‘৪৫ দিনের বাচ্চা নিয়ে হাসপাতালে ছয় দিন ধরে ভর্তি। শ্বাসকষ্ট ও সর্দির কারণে ছেলেটির নিউমোনিয়া হয়ে গেছে। কষ্ট করে হলেও চিকিৎসা নিতে হবে।
শেরপুর ইউনিয়নের লংগারপাড় গ্রামের জহুরা খাতুন জানান, ‘নাতিকে নিয়ে দুদিন ধরে হাসপাতালে আছি। চার-পাঁচ দিন ধরে নিউমোনিয়া। পুত্রবধূ গার্মেন্টসে চাকরি করে, ১৮ মাস বয়সের নাতিকে নিয়ে ভোগান্তিতে আছি।’
এ নিয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, ‘উপজেলায় পাঁচ লাখ মানুষের স্বাস্থ্যসেবার জন্য ৫০ শয্যার হাসপাতাল অপ্রতুল। তবুও আমরা সেবা দিয়ে যাচ্ছি। আবহাওয়ার পরিবর্তনের কারণে শিশুসহ বয়স্করা ঠান্ডাজনিত রোগে ভুগছেন।’
বরিশালের আগৈলঝাড়ায় এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হিজড়াদের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বাকাল ইউনিয়নের গোবিন্দ মন্দির এলাকায় এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগেসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) জায়গা থেকে আওয়ামী লীগের কার্যালয়সহ সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
৬ মিনিট আগেফেনীর ছাগলনাইয়া উপজেলায় নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয় দেওয়া এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর যশপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. জয়নাল আবেদীন (৪০)।
৯ মিনিট আগেমৌলভীবাজারের সীমান্ত এলাকা দিয়ে নারী, শিশুসহ আরও ৩০ জনকে পুশ ইন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ মে) ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত এলাকা দিয়ে ১৪ জন এবং বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গানদাইল সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশ ইন করে। এ সময় বিজিবি তাঁদের আটক
১৭ মিনিট আগে