Ajker Patrika

দুর্গাপুরে আগুনে পুড়েছে ৮ দোকান

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১৪: ২১
দুর্গাপুরে আগুনে পুড়েছে ৮ দোকান

নেত্রকোনার দুর্গাপুরে আগুনে আটটি দোকান পুড়ে গেছে। গতকাল সোমবার রাতে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ডেওটুকোন বাজারে এ দুর্ঘটনা ঘটে। তাতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানিরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাজারের ব্যবসায়ীরা জানান, গতকাল সোমবার রাত ১টার দিকে বাজারের একটি ফার্নিচারের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। তাতে মাছ মহাল, খাইরুল মিয়ার ওয়ার্কশপ, শফিক মিয়ার ফার্নিচারের দোকান, আব্দুর রাশেদের মনিহারি দোকান, মোতালেব মিয়া, আবু তালেব, আলী উসমান, রফিক মিয়ার চা-স্টল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকানের মালিক ও বাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান মিয়া বলেন, আকস্মিক অগ্নিকাণ্ডে তাঁর চারটি দোকানসহ মোট আটটি দোকান পুড়ে গেছে। তাতে অন্তত ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স আজকের পত্রিকাকে বলেন, গত রাতের অগ্নিকাণ্ডের খবর পেয়ে আজ সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত