Ajker Patrika

বিএনপি নির্বাচনে না এসে সহিংসতা করছে, তবে কিছুই করতে পারবে না: ইসি আলমগীর

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৫: ২৩
বিএনপি নির্বাচনে না এসে সহিংসতা করছে, তবে কিছুই করতে পারবে না: ইসি আলমগীর

বিএনপি নির্বাচনে না এসে সহিংসতা করছে, তবে তারা কিছুই করতে পারবে না। সহিংসতাকারী অনেককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর।

আজ মঙ্গলবার সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ জেলা পরিষদে এক মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ আলমগীর এসব কথা বলেন। 

মোহাম্মদ আলমগীর বলেন, ‘সব দলকে নির্বাচনে আশার অনুরোধ জানানোর পরেও বিএনপি না এসে সহিংসতা করছে। তবে তারা কিছুই করতে পারবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। সহিংসতাকারী অনেককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।’

শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, ‘বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক তা অন্যান্য দেশও চায়। আমরাও নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে কাজ করছি, তা ইতিমধ্যে সবাই বুঝতে পারছেন। নির্বাচন অবাধ করার লক্ষ্যে বেশ কয়েকটি দল চেয়েছিল প্রশাসনে রদবদল। এর পিরপ্রেক্ষিতেই বদলি কার্যক্রম শুরু হয়েছে।’ 

নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন প্রতিহত করতে বিচ্ছিন্ন কিছু সহিংস ঘটনা ঘটলেও তা ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারবে না।’ 

ভোটারদের ভালো উপস্থিতি থাকবে বলে আশা প্রকাশ করে এই নির্বাচন কমিশনার আরও বলেন, ‘নির্বাচনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে থাকবে সেনাবাহিনীও। নির্বাচনের পরিবেশ দেখে বিদেশিরা সন্তুষ্ট। নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো চাপ নেই। বরং নির্বাচন কমিশনের চাপে আছে অন্যরা। সব প্রার্থীকে সমান নিরাপত্তা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো প্রার্থী হয়রানির আশঙ্কা করলে রিটার্নিং কিংবা সহকারী রিটার্নিং অফিসারকে জানালেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত