Ajker Patrika

জামালপুরে চেক প্রতারণা মামলায় বিএনপি নেতার ৪ মাসের কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি 
রুহুল আমীন মিলন। ছবি: সংগৃহীত
রুহুল আমীন মিলন। ছবি: সংগৃহীত

জামালপুরে চেক প্রতারণার অভিযোগে করা মামলায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলনকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার (৭ এপ্রিল) জামালপুরের যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক নিষ্কৃতি হাগিদক এ রায় দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামীমা তাসমিন সাথী এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রহুল আমীন মিলন তিন মাস সময় নিয়ে মামলার বাদী শহিদুল্লাহ শহীদের কাছ থেকে ২ লাখ টাকা ধার নেন। কিন্তু নির্দিষ্ট সময়ের পরও টাকা পরিশোধ করতে টালবাহানা করেন। ২০২৩ সালের ১২ জুলাই পাওনা টাকা না দিয়ে কৃষি ব্যাংক জামালপুর শাখার চেক (২ লাখ টাকা) দেন। চেক জমা দিলে ব্যাংক থেকে জানানো হয়, অ্যাকাউন্টে সমপরিমাণ টাকা নেই। পরে ওই বছরের ২২ আগস্ট শহিদুল্লাহ বাদী হয়ে আদালতে চেক প্রতারণার মামলা করেন।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ মোকাদ্দেস আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামীমা তাসমিন সাথী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বগুড়ায় দুই মামলায় আ.লীগের ছয় নেতা-কর্মী ১০ দিনের রিমান্ডে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত