Ajker Patrika

বজ্রপাতে শেরপুরে ২ শ্রমিকের মৃত্যু

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ২২: ৩২
বজ্রপাতে শেরপুরে ২ শ্রমিকের মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে খেতে কাজ করার সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের নবীনপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত ব্যক্তিরা হলেন নবীনপুর গ্রামের সিরাজুল হক ওরফে ভুড্ডুস মিয়ার ছেলে মামুন মিয়া (৪০) ও পার্শ্ববর্তী বগুলাকান্দি গ্রামের মৃত ফজল হকের ছেলে সাজু মিয়া (৬০)। মামুনের এক ছেলে ও এক মেয়েসন্তান রয়েছে। অপর দিকে সাজু মিয়ার দুই ছেলে ও দুই মেয়ে সন্তান। এ ঘটনায় মৃতের পরিবারে নেমেছে শোকের ছায়া।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান লিটুল বলেন, বিকেলে শ্রমিক মামুন ও সাজু মিয়া খেতে ধানের চারা রোপণ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি ও থেমে থেমে বজ্রপাত শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা দু’জনই গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাদের দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত