Ajker Patrika

ঈশ্বরগঞ্জে চিকিৎসকের অবহেলায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১০: ৫৭
ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় অবস্থিত ইমিউন হাসপাতাল। ছবি: আজকের পত্রিকা
ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় অবস্থিত ইমিউন হাসপাতাল। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় মনজিলা খাতুন (৩৩) নামের এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বড়হিত ইউনিয়নের নশতি গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী মনজিলার মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ, প্রসবব্যথা নিয়ে মঙ্গলবার রাতে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার ইমিউন হাসপাতালে ভর্তি হন মনজিলা খাতুন। বাড়িতে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। এরপর হাসপাতালে নেওয়ার পর আরেকটি সন্তান প্রসব করেন। দ্বিতীয় সন্তান জন্মের পর নবজাতকের অবস্থা সংকটাপন্ন হলে রাত আড়াইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহতের ভাই হাফেজ আব্দুস শহীদ অভিযোগ করে বলেন, ‘রাতভর কোনো চিকিৎসক খোঁজ নেননি। আমি রক্ত দিতে চাইলেও তাঁরা বলেন সকালে রক্ত নেবেন। কিন্তু তার আগেই আমার বোন মারা যায়।’

স্থানীয়দের দাবি, ইমিউন হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনা নতুন নয়। প্রতিষ্ঠানটির পরিচালক চিকিৎসক ফরহাদ হোসেন, তাঁর ছেলে পরিচালক (প্রশাসন) ফয়সাল আরেফিন ও পুত্রবধূ গাইনি চিকিৎসক নাঈম সুলতানা সানী—এই তিনজন মিলে নিয়মিত অপারেশন করেন। তবে ফরহাদ হোসেনের প্রভাবের কারণে আগের মৃত্যুগুলোর বিচার হয়নি।

ঘটনার পর ভুক্তভোগী পরিবার ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি ময়মনসিংহের সিভিল সার্জনকেও অবহিত করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে ইমিউন হাসপাতালের পরিচালক ডা. ফরহাদ হোসেন বলেন, ‘চিকিৎসকের অবহেলার অভিযোগ সত্য নয়। আমার ছেলে সারা রাত ডিউটিতে ছিল।’

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম খান বলেন, ‘ঘটনার বিষয়ে জানতে পেরেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, ‘৯৯৯-এ কল পাওয়ার পর ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা-ভাঙচুর

জয়া আহসানকে নিয়ে খেপেছেন তৃণমূল নেত্রী, টালিউডে বাংলাদেশিদের নিষিদ্ধের দাবি

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

অবৈধ অভিবাসী বিষয়ে কঠোর মালয়েশিয়া, ফেরত পাঠাচ্ছে বিমানবন্দর থেকেই

এনসিপির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, অগ্নিসংযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত