Ajker Patrika

জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, আহত ৩ 

নেত্রকোনা প্রতিনিধি
জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, আহত ৩ 

নেত্রকোনা সদরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার চল্লিশা ইউনিয়নের লাইট গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

নিহত খায়রুল ইসলাম (৩২) ওই ইউনিয়নের বামনীকোনা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা সদরের লাইট গ্রামের আব্দুস সাত্তারের সঙ্গে এলাকার রাকেল মিয়ার দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ দুপুরে ওই জমিতে খুঁটি বসাতে গেলে দুই পক্ষের মাঝে ঝগড়া সৃষ্টি হয় এবং একপর্যায়ে তাঁরা দেশীয় অস্ত্র রামদা, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আব্দুস সাত্তারের পক্ষের খায়রুল ইসলামসহ চারজন গুরুতর আহত হয়।

পরে তাঁদের উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খায়রুল ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আব্দুস ছাত্তার, রোকিয়া আক্তার ও আজাহার মিয়াকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) লুৎফুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত