ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মশিউর রহমান লাকপতির ব্যক্তিগত কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে উপজেলার কামালপুর মির্ধাপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যানের দাবি, রাজনৈতিক কারণে তাঁর কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয় আগুন পুড়ে ভস্মীভূত হয়েছে। তদন্ত করা হচ্ছে। কেউ যদি নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে থাকে তা খুঁজে বের করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালে ধানুয়া কামালপুর ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের সদস্য মশিউর রহমান লাকপতি। এরপর কামালপুর মির্ধাপাড়া মোড়ে একটি টিনশেড ঘরে তৈরি করেন। ওই ঘর ব্যক্তিগত কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিলেন তিনি। ইউপির কাজের বাইরে তিনি ঠিকাদারি কাজ দেখভাল করার জন্য এই কার্যালয় ব্যবহার করেন। গভীর রাতে কে বা কারা কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এতে টিনশেড ঘরসহ আসবাব ও ঠিকাদারি কাজের বিভিন্ন মালামাল পুড়ে যায়। এর আগে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন থেকে ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে ওই কার্যালয় ভাঙচুর করে।
ধানুয়া কামালপুর ইউপির চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি বলেন, ‘স্থানীয় এক ব্যক্তিসহ পরিষদের কয়েকজন সদস্যের সঙ্গে আমার বিরোধ চলে আসছে। তারাই আমার ব্যক্তিগত কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়ে থাকতে পারে। এর আগেও তারা আমার বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর করেছে। আইনি প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে। আগুনে ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মশিউর রহমান লাকপতির ব্যক্তিগত কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে উপজেলার কামালপুর মির্ধাপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যানের দাবি, রাজনৈতিক কারণে তাঁর কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয় আগুন পুড়ে ভস্মীভূত হয়েছে। তদন্ত করা হচ্ছে। কেউ যদি নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে থাকে তা খুঁজে বের করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালে ধানুয়া কামালপুর ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের সদস্য মশিউর রহমান লাকপতি। এরপর কামালপুর মির্ধাপাড়া মোড়ে একটি টিনশেড ঘরে তৈরি করেন। ওই ঘর ব্যক্তিগত কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিলেন তিনি। ইউপির কাজের বাইরে তিনি ঠিকাদারি কাজ দেখভাল করার জন্য এই কার্যালয় ব্যবহার করেন। গভীর রাতে কে বা কারা কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এতে টিনশেড ঘরসহ আসবাব ও ঠিকাদারি কাজের বিভিন্ন মালামাল পুড়ে যায়। এর আগে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন থেকে ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে ওই কার্যালয় ভাঙচুর করে।
ধানুয়া কামালপুর ইউপির চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি বলেন, ‘স্থানীয় এক ব্যক্তিসহ পরিষদের কয়েকজন সদস্যের সঙ্গে আমার বিরোধ চলে আসছে। তারাই আমার ব্যক্তিগত কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়ে থাকতে পারে। এর আগেও তারা আমার বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর করেছে। আইনি প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে। আগুনে ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
পুলিশি সেবা অতি দ্রুত ও সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই কার্যক্রম চালু করা হচ্ছে। এতে পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়বে। যে কেউ ঘরে বসেই অ্যাপসের মাধ্যমে অনলাইন জিডি করতে পারবে। আগে শুধু হারানো জিডি করা যেত।
১৪ মিনিট আগেরাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উন্নয়নকাজে চরম ধীরগতি ও সেবায় অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন ঠিকাদারেরা। তাঁদের অভিযোগ, বিল পরিশোধে দীর্ঘসূত্রতার কারণে বিভিন্ন উন্নয়ন প্রকল্প কার্যত থমকে আছে। কোথাও কোথাও কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে শহরে ট্রাফিক জ্যাম বেড়েছে। নাগরিক সেবায়ও ভোগান্তি চরমে পৌঁছেছে।
৬ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফুট সড়কে বিশ্বের অন্যতম বিলাসবহুল ও দামি গাড়ি রোলস রয়েস স্পেকটার দুর্ঘটনার নেপথ্যে কুকুর। হঠাৎ দৌড়ে সড়কে চলে আসা একটি কুকুরকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উঠে পড়ে সড়ক বিভাজকে। এতে গাড়ির চার আরোহীই আহত হয়েছেন। গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
৬ ঘণ্টা আগেআড়াই শ মিটার সড়ক সংস্কারের কাজ ফেলে রেখে ঠিকাদার উধাও হয়েছেন আট মাস আগে। যাতায়াতের কষ্টে গ্রামের চার হাজার মানুষকে পড়তে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগে। রাস্তায় বৃষ্টির পানি আর কাদায় একাকার হয়ে পড়ায় গ্রামের মানুষের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হওয়ার পথে। দুর্ভোগ এমন পর্যায়ে পৌঁছেছে যে ওই গ্রামে কোনো অনুষ্ঠানে
৬ ঘণ্টা আগে