Ajker Patrika

মোবাইল ফোনে কথা বলছিলেন সাবেক যুবদল নেতা, এলোপাতাড়ি কুপিয়ে পালাল দুর্বৃত্তরা

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ০৮ মে ২০২৪, ১৭: ২৯
মোবাইল ফোনে কথা বলছিলেন সাবেক যুবদল নেতা, এলোপাতাড়ি কুপিয়ে পালাল দুর্বৃত্তরা

নেত্রকোনার মদনে যুবদলের সাবেক নেতা কে জামালকে (৩৮) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কাইটাইল বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আহত কে জামাল মদন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাঁশরী গ্রামের তারু নেওয়াজের ছেলে। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গতকাল মঙ্গলবার রাতে কাইটাইল বাজারের মাজু মাস্টারের দোকানের পেছনে মোবাইল ফোনে কথা বলছিলেন কে জামাল। এ সময় পেছন থেকে তাঁকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দুর্বৃত্তরা চলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মদন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির বলেন, ‘কে জামালের ওপর কারা এমন হামলা করেছে, এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

এ বিষয়ে জানতে চাইলে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্তি সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত