Ajker Patrika

নেত্রকোনায় পূর্বধলা রেললাইনের ৪২টি নাট খোলা 

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০১: ৩০
নেত্রকোনায় পূর্বধলা রেললাইনের ৪২টি নাট খোলা 

নেত্রকোনার পূর্বধলায় রেললাইনের স্লিপার থেকে প্রায় ৪২টি নাট (ডগপিন) খুলে গেছে। পুলিশ ও প্রশাসন বলছে, দীর্ঘদিন তদারকি না থাকায় ট্রেনের ঝাঁকিতে ডগপিন খুলেছে। তবে পূর্বধলা স্টেশন কর্তৃপক্ষ ও আনসার ভিডিপি বলছে, নাশকতার উদ্দেশ্যে রাতের আঁধারে কেউ ডগপিনগুলো খুলেছে। 

পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের বালুরঘাট এলাকায় রেলওয়ে সেতুর ওপরে আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে স্লিপারের প্রায় ৪২টি ডগপিন খোলা দেখেন আনসার সদস্যরা। পরে বিষয়টি উপজেলা প্রশাসন, পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়। 

এ সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জারিয়াগামী লোকাল ট্রেনটি পূর্বধলা স্টেশনে আটকা পড়ে। রেললাইনে নতুন ডগপিন বসিয়ে মেরামত করা হলে প্রায় এক ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে যায়। 

মেরামতের পর জারিয়াগামী লোকাল ট্রেনটি ছেড়ে যায়। ছবি: সংগৃহীতউপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হাজেরা বেগম বলেন, ‘ভোরে আমাদের আনসার সদস্যরা বালুঘাট এলাকায় রেললাইনের স্লিপারের অনেকগুলো ডগপিন খোলা দেখেন। পরে প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ গিয়ে রেললাইনে নতুন ডগপিন বসিয়ে মেরামত করে এটি নাশকতার উদ্দেশ্যে কেউ করেছিল। এর আগে লাইনটি এমন ছিল না।’ 

পূর্বধলা স্টেশন মাস্টারের দায়িত্বে থাকা বুকিং সহকারী আব্দুল মোমেন বলেন, ‘রেললাইনটি আগে সম্পূর্ণ ঠিকঠাক ছিল। গতকাল রাতে কেউ নাশকতার উদ্দেশ্যে হয়তো স্লিপারের ৪২টি ডগপিন তুলে ফেলেছে। সকালে খবর পেয়ে গিয়ে ময়মনসিংহ থেকে আসা জারিয়াগামী লোকাল ট্রেনটি পূর্বধলা স্টেশনে থামিয়ে রেললাইন মেরামত করা হয়েছে।’ 

তবে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, রেললাইনের স্লিপারের নিচে থাকা পাটাতনের কাঠগুলো জরাজীর্ণ-ভাঙাচোরা। ট্রেনের ঝাঁকিতে এগুলো দিনে দিনে খুলে পড়েছে। 

রেললাইনের বেশ কিছু অংশে নাট দেখা যায়নি। ছবি: সংগৃহীতওসি আরও বলেন, ওখানে রেললাইনের এলাকাজুড়ে ৩০০-৪০০ পিন উপড়ে পড়ে গেছে। এসব ডগপিন নাশকতার উদ্দেশ্যে তুললে একাধারে সব কটি তুলে ফেলত। আর গত রাতে ডগপিন তুলে থাকলে পিনের চিহ্ন দেখলেই বোঝা যেত। এগুলো অনেক আগে থেকেই উপড়ে পড়ে গেছে। আনসার সদস্যরা এত দিন হয়তো বিষয়টি দেখেননি। আজ ভোরে নজরে আসায় তাঁরা বিষয়টি জানিয়েছেন। তবে নাশকতার কোনো কিছু ওখানে নেই। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে ৩০-৪০টি ডগপিন খোলা পাওয়া গেছে। নাশকতার উদ্দেশ্যে কেউ এসব খুলেছে বলে মনে হয়নি। পুরোনো রেললাইন। পিনগুলো খুলে গেছে হয়তো। বিষয়টি আতঙ্কিত হওয়ার মতো কিছু নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত