নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় বিএনপির ৩০ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তাঁরা জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে তাঁরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
এর মধ্যে পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম আনারসহ ২০ জন এবং মদন পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামানসহ অঙ্গসংগঠনের ১০ নেতা-কর্মী রয়েছেন।
নেত্রকোনা জেলা বিএনপির সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পূর্বধলা বিএনপির আহ্বায়ক বাবুল আলম তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘১ অক্টোবর পূর্বধলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পুলিশ বাধা দেয়। পরে পুলিশ উল্টো আমাদের ১৩ জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ৪৫ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেয়।’
তিনি বলেন, ‘এ মামলায় সবাই কয়েক ভাগে বিভক্ত হয়ে উচ্চ আদালত থেকে বিভিন্ন মেয়াদে জামিনে ছিলেন। ওই ২০ জন উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন। মেয়াদ শেষে আজ (বুধবার) চিফ জুডিশিয়াল আদালতে হাজির হয়ে জামিন নিতে গেলে বিচারক তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।’
মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘১ অক্টোবর মদনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে বাড়ি যাওয়ার পর পুলিশ নাকি একটি পুকুরের পাড় থেকে কয়েকটা ককটেল উদ্ধার করেছে। সেই ঘটনায় ২৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। এ মামলায় নেতা-কর্মীরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। আজকে ১০ জন চিফ জুডিশিয়াল আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।’
জেলা বিএনপির সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার একতরফা নির্বাচন করার জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মিথ্যা মামলায় জেলে পাঠাচ্ছে। দেশজুড়ে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। বিএনপির চলমান আন্দোলনকে থামাতে সরকার এসব করছে। তবে, গ্রেপ্তার করে জেলে পুরে কোনো লাভ হবে না। বিএনপি তাদের গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিসহ সব ন্যায্য দাবি আদায় করেই করেই ছাড়বে।’
নেত্রকোনায় বিএনপির ৩০ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তাঁরা জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে তাঁরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
এর মধ্যে পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম আনারসহ ২০ জন এবং মদন পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামানসহ অঙ্গসংগঠনের ১০ নেতা-কর্মী রয়েছেন।
নেত্রকোনা জেলা বিএনপির সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পূর্বধলা বিএনপির আহ্বায়ক বাবুল আলম তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘১ অক্টোবর পূর্বধলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পুলিশ বাধা দেয়। পরে পুলিশ উল্টো আমাদের ১৩ জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ৪৫ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেয়।’
তিনি বলেন, ‘এ মামলায় সবাই কয়েক ভাগে বিভক্ত হয়ে উচ্চ আদালত থেকে বিভিন্ন মেয়াদে জামিনে ছিলেন। ওই ২০ জন উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন। মেয়াদ শেষে আজ (বুধবার) চিফ জুডিশিয়াল আদালতে হাজির হয়ে জামিন নিতে গেলে বিচারক তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।’
মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘১ অক্টোবর মদনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে বাড়ি যাওয়ার পর পুলিশ নাকি একটি পুকুরের পাড় থেকে কয়েকটা ককটেল উদ্ধার করেছে। সেই ঘটনায় ২৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। এ মামলায় নেতা-কর্মীরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। আজকে ১০ জন চিফ জুডিশিয়াল আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।’
জেলা বিএনপির সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার একতরফা নির্বাচন করার জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মিথ্যা মামলায় জেলে পাঠাচ্ছে। দেশজুড়ে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। বিএনপির চলমান আন্দোলনকে থামাতে সরকার এসব করছে। তবে, গ্রেপ্তার করে জেলে পুরে কোনো লাভ হবে না। বিএনপি তাদের গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিসহ সব ন্যায্য দাবি আদায় করেই করেই ছাড়বে।’
রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীর একটি বাঁধ সংস্কারের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ১১০ মিটার দৈর্ঘ্যের ওই বাঁধ সংস্কারে বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ৬২ লাখ টাকা। সে হিসাবে প্রতি মিটারে খরচ ১ লাখ ৪৭ হাজার ২৭৩ টাকা। আর প্রতি ফুটে খরচ পড়ছে ৪৪ হাজার ৪৮১ টাকা। অভিযোগ উঠেছে...
২৮ মিনিট আগেচট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে জীববৈচিত্র্য রক্ষায় মৎস্য বিভাগের নেওয়া ৪৬ কোটি টাকার একটি প্রকল্প চলছে। এরপরও মৎস্য বিভাগের ছয়টি হ্যাচারির মধ্যে মাত্র দুটি সচল। বাকিগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেগুলোয় ডিম ফোটানোর সাকুলার ও সিস্টেন ট্রাংকের অবস্থা করুণ।
৪৪ মিনিট আগেকক্সবাজারে সমন্বিত মানবিক সহায়তা জোরদার করার লক্ষ্যে ব্র্যাক ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৫ মে) রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে ‘হিউম্যানিটারিয়ান-ডেভেলপমেন্ট কোএক্সিসটেন্স নেক্সাস টু অ্যাড্রেস রোহিঙ্গা ক্রাইসিস ইন কক্সবাজার’ শীর্ষক একটি প্রকল্পের যাত্রা...
৩ ঘণ্টা আগেঢাকা উত্তর সিটি করপোরেশনের বাড্ডা ইস্টার্ন হাউজিংয়ের আফতাবনগরের দুটি ব্লক এবং স্যানভ্যালির আংশিক জায়গায় অস্থায়ী পশুর হাট বসানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
৪ ঘণ্টা আগে