সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থী সাজেল মিয়ার (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে ঝিনাই নদ থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
ওই শিক্ষার্থী পাশের মাদারগঞ্জের বাজিতেরপাড়া এলাকার কবির হোসেনের ছেলে। সে ঢাকার একটি মাদ্রাসার হাফিজিয়া বিভাগের ছাত্র।
পরিবার ও স্থানীয়রা জানান, গত বুধবার বিকেলে সাজেল তার আত্মীয়ের বাড়ি সরিষাবাড়ী পৌরসভার কামরাবাদ গ্রামে বেড়াতে আসে। পরদিন বৃহস্পতিবার দুপুরে ওই দাদাবাড়ির পাশে ঝিনাই নদে গোসল করতে যায় সে। গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি। ওই নদে অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি।
আজ সকালে সাজেলের লাশ পানিতে ভাসতে দেখে ওই পরিবারকে খবর দেন স্থানীয়রা। পরে স্থানীয়দের সহায়তায় নদ থেকে তার লাশ উদ্ধার করে জানাজা শেষে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
সাজেলের ফুপু সেলিনা আক্তার বলেন, সাজেল গতকাল বেলা ২টার দিকে নদীতে গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি। নদীতে জাল ফেলে অনেক খোঁজা হয়েছে, তবু পাওয়া যায়নি। আজ সকালে তার লাশ ভেসে ওঠে। সকাল ৯টায় জানাজা শেষে দাফনের জন্য বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল জানান, তিনি ঢাকায় আছেন। বিষয়টি তাঁর জানা নেই।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর বলেন, ঘটনাটি জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখা হবে।
জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থী সাজেল মিয়ার (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে ঝিনাই নদ থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
ওই শিক্ষার্থী পাশের মাদারগঞ্জের বাজিতেরপাড়া এলাকার কবির হোসেনের ছেলে। সে ঢাকার একটি মাদ্রাসার হাফিজিয়া বিভাগের ছাত্র।
পরিবার ও স্থানীয়রা জানান, গত বুধবার বিকেলে সাজেল তার আত্মীয়ের বাড়ি সরিষাবাড়ী পৌরসভার কামরাবাদ গ্রামে বেড়াতে আসে। পরদিন বৃহস্পতিবার দুপুরে ওই দাদাবাড়ির পাশে ঝিনাই নদে গোসল করতে যায় সে। গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি। ওই নদে অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি।
আজ সকালে সাজেলের লাশ পানিতে ভাসতে দেখে ওই পরিবারকে খবর দেন স্থানীয়রা। পরে স্থানীয়দের সহায়তায় নদ থেকে তার লাশ উদ্ধার করে জানাজা শেষে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
সাজেলের ফুপু সেলিনা আক্তার বলেন, সাজেল গতকাল বেলা ২টার দিকে নদীতে গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি। নদীতে জাল ফেলে অনেক খোঁজা হয়েছে, তবু পাওয়া যায়নি। আজ সকালে তার লাশ ভেসে ওঠে। সকাল ৯টায় জানাজা শেষে দাফনের জন্য বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল জানান, তিনি ঢাকায় আছেন। বিষয়টি তাঁর জানা নেই।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর বলেন, ঘটনাটি জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখা হবে।
গাইবান্ধায় তিস্তা ও ব্রহ্মপুত্রের ভাঙনে এর তীরবর্তী এলাকার বাসিন্দারা দিশেহারা হয়ে পড়েছে। সম্প্রতি হঠাৎ শুরু হওয়া এই ভাঙনে এরই মধ্যে তিন ফসলি জমি, ফলের বাগান, সড়ক এবং অর্ধশতাধিক বসতভিটাও নদীতে বিলীন হয়ে গেছে।
১ ঘণ্টা আগেগাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঙ্গার জাঙ্গাল এলাকায় মকস বিলে ঘুরতে গিয়ে গত শুক্রবার বিকেলে নৌকা ডুবে তিন বন্ধু নিখোঁজ হয়। এরপর একে একে তাদের সবার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
৪ ঘণ্টা আগেখাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের অঙ্গসংগঠন ‘গণতান্ত্রিক যুব ফোরাম’–এর সদস্য খুকু চাকমা (৩৪) নিহত হয়েছেন। খুকু চাকমা গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য ছিলেন। তিনি কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি খ্রিষ্টানপাড়ার মৃত ভাধ্যধন চাকমার ছেলে।
৪ ঘণ্টা আগেরাজধানীর যাত্রাবাড়ীতে র্যাবের পোশাক পরে এক ব্যবসায়ীর সোনা ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (২৬ জুলাই) রাতে এ ঘটনা ঘটে ডেমরা সড়কের মাতুয়াইল মৃধাবাড়ি এলাকায়। এ ঘটনায় আজ রোববার দুপুরে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন ওই ব্যবসায়ী।
৫ ঘণ্টা আগে