Ajker Patrika

জামালপুরে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

প্রতিনিধি
জামালপুরে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

জামালপুর (ময়মনসিংহ): জামালপুরে বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টায় জেলার বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, মেলান্দহ এবং সরিষাবাড়িতে এসব ঘটনা ঘটে। 

বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা ও পূর্ব কলকিহারা গ্রামে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়। মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জিহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকালে বৃষ্টির সময় পাট খেত নিড়ানোর সময় উজান কলকিহারা গ্রামের মৃত কালা মিয়ার ছেলে আব্দুল খলিল (৬০)। কলকিহারা গ্রামের মফিজুরের ছেলে হরবাদশাহ (৫০) ও আব্দুল খালেকের স্ত্রী আকিজা বেগম (৩৫) বৃষ্টিতে খড় ওঠাতে গিয়ে বজ্রপাতে মারা যান।

একই সময়ে দেওয়ানগঞ্জে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া গ্রামের আবেল মিয়ার ছেলে আনা মিয়া (১৫) রাজমিস্ত্রির কাজ শেষে বাড়ি ফেরার পথে চিকাজানী দীঘিরপাড় এলাকায় বজ্রপাতে তার মৃত্যু হয়। অপরদিকে একই সময়ে মেলান্দহের ঘোষেরপাড়া ইউনিয়নের কৃষক তাজেল মণ্ডল এবং সরিষাবাড়ি উপজেলার বারইপটল গ্রামের আঙ্গুরী বেগমের বজ্রপাতে মৃত্যু হয়েছে।

বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বজ্রপাতে তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

নূর ধান-২: এক চালেই হবে ভাত পোলাও খিচুড়ি বিরিয়ানি তেহারি

‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত