Ajker Patrika

জার্মানি থেকে স্বর্ণপদক আনল প্রতিবন্ধী কিশোরী, খবর নেয়নি প্রশাসন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১৮: ০৬
জার্মানি থেকে স্বর্ণপদক আনল প্রতিবন্ধী কিশোরী, খবর নেয়নি প্রশাসন

জার্মানির বার্লিনে অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য ‘স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেমস-২০২৩ ’-এ নারী ফুটবলে শিরোপা জিতেছে বাংলাদেশ। গেমসে প্রতিবন্ধী কিশোরী স্বর্ণা আক্তারের নেতৃত্বে স্বর্ণপদক জয়লাভ করে বাংলাদেশ। প্রতিবন্ধী কিশোরীর নেতৃত্বে স্বর্ণপদক জয়লাভ করলেও দেশে আসার পর তার খবর নেয়নি প্রশাসন। গত ২৩ জুন চূড়ান্ত পর্বের খেলায় বাংলাদেশ ২-০ গোলে ইসরায়েলকে হারিয়ে শিরোপা জেতে।

জার্মানির বার্লিনে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক ও শ্রেষ্ঠ খেলোয়াড় হয়ে স্বর্ণপদক জিতে নেন বাক্‌ ও শ্রবণ শক্তিহীন স্বর্ণা আক্তার (১৪)। সে নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের বারুইগ্রাম গ্রামের দরিদ্র কৃষক নুরু মিয়ার (৫৫) মেয়ে। সে সেবা ফাউন্ডেশন পরিচালিত সেবা বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

গত ২৮ জুন স্বর্ণপদক নিয়ে দেশে ফিরলেও প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়নি কোনো সংবর্ধনা। নেয়নি কোনো খবর। অনেকটা নীরবে নিভৃতে চলে গেল এক সপ্তাহ। এমন সফলতা অর্জনের পরও সংবর্ধনা না দেওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও স্বর্ণার পরিবার।

জানা গেছে, স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেইমস-২০২৩ ফুটবলের চূড়ান্ত পর্বের খেলায় ২-০ গোলে ইসরায়েলকে হারিয়ে শিরোপা লাভ করে বাংলাদেশ নারী ফুটবল দল। স্বর্ণা আক্তার সেই ফুটবল দলের অধিনায়ক এবং সেরা পারফরমার হিসেবেও স্বর্ণপদক বাগিয়ে নেয় ৷

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুর মুঠোফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিষয়টি জানতাম না। এখন শুনেছি। আজকেই (বৃহস্পতিবার) মেয়েটির বাড়িতে গিয়ে ফুলেল সংবর্ধনা ও আর্থিক সহযোগিতা করব।’

জানা গেছে, জামার্নির বার্লিনে স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমস গত ১৭ জুন শুরু হয়। এতে বিশ্বের ১৭০টি দেশ থেকে প্রায় ২৫ হাজার ক্রীড়াবিদ, কোচ এবং কর্মকর্তা ওই খেলায় যোগদান করেন।

বাংলাদেশ থেকেও ৮১ জন ক্রীড়াবিদ ও কর্মকর্তাসহ ১১৩ সদেস্যের একটি প্রতিনিধিদল খেলায় অংশগ্রহণ করতে ১২ জুন ভোর ৫টায় কাতার এয়ারওয়েজের একটি বিমানে করে জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করে। নান্দাইলের স্বর্ণা আক্তারও ওই খেলায় অংশ গ্রহণকারী নারী ফুটবল দলের একজন সদস্য। ওই গেমসে বাংলাদেশ দল সর্বমোট ১৩টি স্বর্ণ, দুটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক পেয়েছে।

স্বর্ণার বাবা নুরু মিয়া বলেন, ‘দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে স্বর্ণা তৃতীয় সন্তান। জন্ম থেকেই স্বর্ণা বাক ও শ্রবণ প্রতিবন্ধী। আমার মেয়ের সফলতার জন্য আমরা গর্বিত। ছেড়িডা সোনার মেডেল আনছে ঘরে তো রাখার জায়গা নাই। ঘরডা ভাঙ্গা, মেয়েডা ইশারা দিয়ে দেখায় যে কই রাখবো মেডেল।’ 

স্বর্ণার বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘জার্মানি থেকে সোনার পদক নিয়ে গত ২৮ জুন সকালে ঢাকায় বিমানে অবতরণের পর নিজেদের ভাড়া করা গাড়িতে করে সরাসরি নিজ এলাকায় নিয়ে আসেন। ওই সময় কোনো ধরনের সহযোগিতা করা হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত