Ajker Patrika

এদিক-সেদিক ঘোরাফেরা, ধরা পড়লেন ভারতীয় নাগরিক

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি 
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার ভারতীয় নাগরিক শুকুর আলী। ছবি: আজকের পত্রিকা
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার ভারতীয় নাগরিক শুকুর আলী। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের সরিষাবাড়ীতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

অভিযুক্ত ব্যক্তির নাম শুকুর আলী। ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহর থানার অনুপুটি গ্রামে তাঁর বাড়ি। বাবার নাম ওয়াহাব উল্লাহ।

পুলিশ সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার ভাটারা বাজার এলাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে সন্দেহজনকভাবে এক যুবক এদিক-সেদিক ঘোরাফেরা করছিলেন। এতে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তাঁর পরিচয় জানতে চাইলে তিনি অপরিচিত ভাষায় কথা বলেন। পরে তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে ওই যুবক তাঁর পরিচয় জানান। তিনি জানান, ১৫ দিন আগে কোনো প্রকার কাগজপত্র ছাড়াই অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করেন। তবে কী কারণে তিনি এ দেশে অবৈধ অনুপ্রবেশ করেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বাদী হয়ে বুধবার সকালে অভিযুক্ত শুকুরকে আসামি করে মামলা করেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে শুকুরের বিরুদ্ধে পাসপোর্ট আইনে পুলিশ বাদী হয়ে মামলা করে। সে মামলায় তাঁকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত