সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে গোয়ালঘরে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ২১টি গবাদিপশুর মৃত্যু হয়েছে। উপজেলার আওনা ইউনিয়নের চর আওনা গ্রামে গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। আওনা ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, উপজেলার আওনা ইউনিয়নের যমুনা নদীর পশ্চিমে দুর্গম পল্লি চরআওনা গ্রাম। এ গ্রামের কৃষক মজিবর রহমানের গোয়ালঘরে গভীর রাতে মশার কয়েল থেকে আগুন লাগে। মুহূর্তে পুরো গোয়ালঘর ও বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজন টের পেয়ে ঘর থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন। খবর পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ততক্ষণে গোয়ালঘরে থাকা মজিবর রহমানের তিনটি গরু ও তাঁর ছেলে আশরাফ আলীর ১১টি গরু এবং ৭টি ছাগল দগ্ধ হয়ে মারা যায়। মজিবর রহমানের বসতঘরের সমস্ত মালামাল পুড়ে যায়।
আওনা ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন জানান, চরআওনা গ্রাম একটি দুর্গম পল্লি। সন্ধ্যা নামলেই মানুষ ঘুমিয়ে পড়ে। তাছাড়া সেখানে আগুন নেভানোর তেমন কোনো ব্যবস্থা নেই। এসব কারণে অগ্নিকাণ্ডে কৃষক মজিবরের বেশি ক্ষতি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসাকে বিষয়টি জানালে তিনি বলেন, ‘আমি এখনো জানি না। খোঁজ নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষককে জেলা প্রশাসকের মাধ্যমে সহায়তা দেওয়ার ব্যবস্থা করব।’
জামালপুরের সরিষাবাড়ীতে গোয়ালঘরে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ২১টি গবাদিপশুর মৃত্যু হয়েছে। উপজেলার আওনা ইউনিয়নের চর আওনা গ্রামে গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। আওনা ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, উপজেলার আওনা ইউনিয়নের যমুনা নদীর পশ্চিমে দুর্গম পল্লি চরআওনা গ্রাম। এ গ্রামের কৃষক মজিবর রহমানের গোয়ালঘরে গভীর রাতে মশার কয়েল থেকে আগুন লাগে। মুহূর্তে পুরো গোয়ালঘর ও বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজন টের পেয়ে ঘর থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন। খবর পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ততক্ষণে গোয়ালঘরে থাকা মজিবর রহমানের তিনটি গরু ও তাঁর ছেলে আশরাফ আলীর ১১টি গরু এবং ৭টি ছাগল দগ্ধ হয়ে মারা যায়। মজিবর রহমানের বসতঘরের সমস্ত মালামাল পুড়ে যায়।
আওনা ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন জানান, চরআওনা গ্রাম একটি দুর্গম পল্লি। সন্ধ্যা নামলেই মানুষ ঘুমিয়ে পড়ে। তাছাড়া সেখানে আগুন নেভানোর তেমন কোনো ব্যবস্থা নেই। এসব কারণে অগ্নিকাণ্ডে কৃষক মজিবরের বেশি ক্ষতি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসাকে বিষয়টি জানালে তিনি বলেন, ‘আমি এখনো জানি না। খোঁজ নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষককে জেলা প্রশাসকের মাধ্যমে সহায়তা দেওয়ার ব্যবস্থা করব।’
প্রকৌশলী জয়নুল আবেদীন জানান, জুলাই আন্দোলনে নয়জন প্রকৌশলী শহীদ হয়েছেন। তিনি বলেন, “ফোরাম অব ইঞ্জিনিয়ার্স একটি ভিশন নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ভিশনের অনুপ্রেরণায় প্রকৌশলীরা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। এখন সময় এসেছে জুলাইয়ের চেতনাকে জীবনের সর্বস্তরে ধারণ করার।”
১৩ মিনিট আগেঅভিযান চলাকালে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, আইনের বাইরে কোনো যানবাহনকে ছাড় দেওয়া হবে না। যেসব গাড়ি রাস্তায় চলার উপযুক্ত নয়, সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
২০ মিনিট আগেআহতের বাবা মুনছুর আলী শেখ বলেন, ‘আমার ছেলে বিএনপি কর্মী। চর চিংগড়ী বাজারে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে খোকন শেখ, মিলন শেখ, মোস্তফা ফকির ও ইকবাল হোসেনসহ ১৫–২০ জন প্রকাশ্যে হাতুড়ি ও ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।’ তিনি এ হামলার সুষ্ঠু বিচার দাবি করেন।
১ ঘণ্টা আগেআজ রোববার সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পরীক্ষার্থী, শিক্ষার্থী, জরুরী সেবা সমূহ ও সরকারি অফিস আদালত ১৪৪ ধারার বাইরে থাকবে।
১ ঘণ্টা আগে