ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘বঙ্গবন্ধুর খুনি’ বলে আখ্যা দিয়েছেন জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা। তিনি বলেছেন, ‘জিয়াউর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে বঙ্গবন্ধুর পরিবারের অনেক সদস্যকেও। সে কারণেই বিএনপি খুনির দল হিসেবে পরিচিত।’
আজ মঙ্গলবার বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের চিনাডুলী পশ্চিমপাড়া গ্রামে গাজির বাড়িতে ‘শেখ হাসিনার উন্নয়ন শীর্ষক’ এক আলোচনা সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হোসনে আরা ওই উঠান বৈঠকে আরও বলেন, বিএনপি-জামায়াত নাশকতার পথে চলছে। বিএনপি-জামায়াতের কাজই হচ্ছে ষড়যন্ত্র করা। তারা ষড়যন্ত্র করে যাচ্ছে, যাতে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে। আপনাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশের মানুষ ভালো থাকে। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বোঝে না। তারা জ্বালাও-পোড়াও ছাড়া কিছুই জানে না।
কৃষক লীগের এই নেতা বলেন, বিএনপির কোনো নেতা নেই। বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করায় দণ্ডপ্রাপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ায় খালেদা জিয়া এখন বাসায় বসবাস করছেন। বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে হাওয়া ভবনে বসে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাই বিএনপি-জামায়াতকে ভোট দেওয়া যাবে না।
এমপি হোসনে আরা উপস্থিত জনতাকে উদ্দেশ করে বলেন, ‘ইসলামপুর আসনে আগামী সংসদ নির্বাচনে দল যদি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালকে মনোনয়ন দেয়, আপনারা তাঁকেই ভোট দেবেন। আর দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আপনারা আমাকে ভোট দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়ে দেশ চালান। সে কারণেই দেশ ভালোভাবে চলছে। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।’
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘বঙ্গবন্ধুর খুনি’ বলে আখ্যা দিয়েছেন জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা। তিনি বলেছেন, ‘জিয়াউর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে বঙ্গবন্ধুর পরিবারের অনেক সদস্যকেও। সে কারণেই বিএনপি খুনির দল হিসেবে পরিচিত।’
আজ মঙ্গলবার বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের চিনাডুলী পশ্চিমপাড়া গ্রামে গাজির বাড়িতে ‘শেখ হাসিনার উন্নয়ন শীর্ষক’ এক আলোচনা সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হোসনে আরা ওই উঠান বৈঠকে আরও বলেন, বিএনপি-জামায়াত নাশকতার পথে চলছে। বিএনপি-জামায়াতের কাজই হচ্ছে ষড়যন্ত্র করা। তারা ষড়যন্ত্র করে যাচ্ছে, যাতে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে। আপনাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশের মানুষ ভালো থাকে। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বোঝে না। তারা জ্বালাও-পোড়াও ছাড়া কিছুই জানে না।
কৃষক লীগের এই নেতা বলেন, বিএনপির কোনো নেতা নেই। বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করায় দণ্ডপ্রাপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ায় খালেদা জিয়া এখন বাসায় বসবাস করছেন। বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে হাওয়া ভবনে বসে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাই বিএনপি-জামায়াতকে ভোট দেওয়া যাবে না।
এমপি হোসনে আরা উপস্থিত জনতাকে উদ্দেশ করে বলেন, ‘ইসলামপুর আসনে আগামী সংসদ নির্বাচনে দল যদি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালকে মনোনয়ন দেয়, আপনারা তাঁকেই ভোট দেবেন। আর দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আপনারা আমাকে ভোট দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়ে দেশ চালান। সে কারণেই দেশ ভালোভাবে চলছে। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।’
স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়কে প্রতীকী ক্লাসে অংশ নিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এর সামনে মহাসড়কের ওপরে এই প্রতীকী ক্লাস শুরু হয়। এক ঘণ্টার এই কর্মসূচিতে শিক্ষার্থীরা
১৫ মিনিট আগেজয়পুরহাটের আক্কেলপুরে এসএসসি পাস মেধাবী এক কিশোরীকে চার বছর ধরে ঘরে আটকে রেখে মানসিকভাবে নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে তার বাবা এনামুল হক ও সৎমা ফুতি বেগমের বিরুদ্ধে। মেয়েটিকে একটি অন্ধকার, স্যাঁতসেঁতে ঘরে দিনের পর দিন বন্দী করে রাখা হয়। নিয়মিত দেওয়া হতো চেতনানাশক ইনজেকশন। অবশেষে প্রতিবেশীদের সহায়তা
৩৭ মিনিট আগেনোয়াখালীর হাতিয়ায় রাতের আঁধারে বাল্কহেডের ধাক্কায় মাছধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে সাকিব উদ্দিন নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরাফাত নামে একজন নিখোঁজ রয়েছে। এ ছাড়া আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে২০২১ সালে ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকায় দালালের মাধ্যমে স্বামীর পেনশনের ১৭ লাখ টাকায় ৩ দশমিক ৬০ শতাংশ জমি ক্রয় করেন আনারা বেগম। কিন্তু একই দাগে ২০০৮ সালে ৪ শতাংশ জমি কিনেছেন দাবি করে ২০২২ সালে জোরপূর্বক বাউন্ডারি দেন প্রকৌশলী মনিরুজ্জামান।
১ ঘণ্টা আগে