Ajker Patrika

মৃত্যুর প্রায় ৯ মাস পর তদন্তের জন্য নারীর মরদেহ উত্তোলন 

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১১: ৫৯
মৃত্যুর প্রায় ৯ মাস পর তদন্তের জন্য নারীর মরদেহ উত্তোলন 

নেত্রকোনার কলমাকান্দায় তদন্তের জন্য মৃত্যুর প্রায় ৯ মাস পর কবর থেকে মনি আক্তার (২১) নামে এক নারীর মরদেহ উত্তোলন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়নের আমতলা এলাকার একটি কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয় বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত মনি আক্তার উপজেলার আমতলা গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। তিনি ঢাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে লেখাপাড়া করতেন। পাশাপাশি ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে কর্মরত ছিলেন। 

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, ‘২০২১ সালের নভেম্বরে ঢাকায় মারা যান মনি আক্তার। পরে পরিবারের লোকজনের সন্দেহ হলে চলতি বছরের ৮ মার্চ তাঁর মা বিলকিস বেগম বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে খুনের মামলা দায়ের করেন।’ 

ওসি আরও বলেন, মামলা তদন্তের জন্য গতকাল মৃতের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ঢাকা থেকে আসা পুলিশ সদস্যদের উপজেলা পুলিশ সহায়তা করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত