জামালপুর প্রতিনিধি
জামালপুরে স্ত্রীর শরীরে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় স্বামী প্রেমানন্দ ক্ষত্রিয় শোভনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মামলার আসামিপক্ষের আইনজীবী মো. দিদারুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা এই মামলায় ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। উচ্চ আদালতের আশ্রয় নিব।’
মামলা থেকে জানা গেছে, প্রেমানন্দ ক্ষত্রিয় শোভন জামালপুরের দেওয়ানগঞ্জের ইয়াসমিন আক্তারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে তিনি ধর্মান্তরিত হয়ে ২০১৫ সালে তাঁকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই শোভন স্ত্রীকে জমি লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। এ নিয়ে তাঁদের মধ্যে কলহ সৃষ্টি হয়। এর জেরে ২০২০ সালের ১ জুলাই রাতে স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে জ্বলন্ত চুলার ওপর ধাক্কা দিয়ে ফেলে দেন শোভন। এতে দগ্ধ হলে ইয়াসমিনকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালের ১৩ জুলাই মারা যান ইয়াসমিন।
আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় ইয়াসমিনের বড় বোন হাজেরা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলায় ১৫ জনের সাক্ষীর ভিত্তিতে আসামি প্রেমানন্দ শোভনকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত।
নিহত ইয়াসমিন আক্তারের বাড়ি নেত্রকোনায় এবং শোভনের বাড়ি ময়মনসিংহে। চাকরি সূত্র ধরে তাঁরা জামালপুরের দেওয়ানগঞ্জে ভাড়া বাসায় বসবাস করতেন।
জামালপুরে স্ত্রীর শরীরে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় স্বামী প্রেমানন্দ ক্ষত্রিয় শোভনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মামলার আসামিপক্ষের আইনজীবী মো. দিদারুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা এই মামলায় ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। উচ্চ আদালতের আশ্রয় নিব।’
মামলা থেকে জানা গেছে, প্রেমানন্দ ক্ষত্রিয় শোভন জামালপুরের দেওয়ানগঞ্জের ইয়াসমিন আক্তারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে তিনি ধর্মান্তরিত হয়ে ২০১৫ সালে তাঁকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই শোভন স্ত্রীকে জমি লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। এ নিয়ে তাঁদের মধ্যে কলহ সৃষ্টি হয়। এর জেরে ২০২০ সালের ১ জুলাই রাতে স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে জ্বলন্ত চুলার ওপর ধাক্কা দিয়ে ফেলে দেন শোভন। এতে দগ্ধ হলে ইয়াসমিনকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালের ১৩ জুলাই মারা যান ইয়াসমিন।
আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় ইয়াসমিনের বড় বোন হাজেরা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলায় ১৫ জনের সাক্ষীর ভিত্তিতে আসামি প্রেমানন্দ শোভনকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত।
নিহত ইয়াসমিন আক্তারের বাড়ি নেত্রকোনায় এবং শোভনের বাড়ি ময়মনসিংহে। চাকরি সূত্র ধরে তাঁরা জামালপুরের দেওয়ানগঞ্জে ভাড়া বাসায় বসবাস করতেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবি শাখার সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার আজকের পত্রিকাকে বলেন, ‘আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কেউ যদি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান, তাহলে তাঁর বিষয়টি বিশেষভাবে খতিয়ে দেখতে হবে। তাঁকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে কি না, সেটি দেখতে হবে। এত তড়িঘড়ি করে নিয়োগ দিতে হবে কেন?’
৬ মিনিট আগেমো. মজিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত বেতন-ভাতাদি পেলেও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন না। এমনকি বিশ্ববিদ্যালয় থেকে যানবাহন, টেলিফোন, মোবাইল ফোন ও সংবাদপত্রসংক্রান্ত কোনো সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন না।
৯ মিনিট আগেরাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় এক সেনাসদস্য নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেবগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার রাত ৮টার দিকে শহরের মালতীনগর খন্দকারপাড়ায় এ ঘটনা ঘটে। বনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফজলে এলাহী এ তথ্য নিশ্চিত করেছেন।
২২ মিনিট আগে