জামালপুর প্রতিনিধি
জামালপুরে স্ত্রীর শরীরে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় স্বামী প্রেমানন্দ ক্ষত্রিয় শোভনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মামলার আসামিপক্ষের আইনজীবী মো. দিদারুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা এই মামলায় ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। উচ্চ আদালতের আশ্রয় নিব।’
মামলা থেকে জানা গেছে, প্রেমানন্দ ক্ষত্রিয় শোভন জামালপুরের দেওয়ানগঞ্জের ইয়াসমিন আক্তারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে তিনি ধর্মান্তরিত হয়ে ২০১৫ সালে তাঁকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই শোভন স্ত্রীকে জমি লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। এ নিয়ে তাঁদের মধ্যে কলহ সৃষ্টি হয়। এর জেরে ২০২০ সালের ১ জুলাই রাতে স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে জ্বলন্ত চুলার ওপর ধাক্কা দিয়ে ফেলে দেন শোভন। এতে দগ্ধ হলে ইয়াসমিনকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালের ১৩ জুলাই মারা যান ইয়াসমিন।
আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় ইয়াসমিনের বড় বোন হাজেরা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলায় ১৫ জনের সাক্ষীর ভিত্তিতে আসামি প্রেমানন্দ শোভনকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত।
নিহত ইয়াসমিন আক্তারের বাড়ি নেত্রকোনায় এবং শোভনের বাড়ি ময়মনসিংহে। চাকরি সূত্র ধরে তাঁরা জামালপুরের দেওয়ানগঞ্জে ভাড়া বাসায় বসবাস করতেন।
জামালপুরে স্ত্রীর শরীরে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় স্বামী প্রেমানন্দ ক্ষত্রিয় শোভনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মামলার আসামিপক্ষের আইনজীবী মো. দিদারুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা এই মামলায় ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। উচ্চ আদালতের আশ্রয় নিব।’
মামলা থেকে জানা গেছে, প্রেমানন্দ ক্ষত্রিয় শোভন জামালপুরের দেওয়ানগঞ্জের ইয়াসমিন আক্তারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে তিনি ধর্মান্তরিত হয়ে ২০১৫ সালে তাঁকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই শোভন স্ত্রীকে জমি লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। এ নিয়ে তাঁদের মধ্যে কলহ সৃষ্টি হয়। এর জেরে ২০২০ সালের ১ জুলাই রাতে স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে জ্বলন্ত চুলার ওপর ধাক্কা দিয়ে ফেলে দেন শোভন। এতে দগ্ধ হলে ইয়াসমিনকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালের ১৩ জুলাই মারা যান ইয়াসমিন।
আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় ইয়াসমিনের বড় বোন হাজেরা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলায় ১৫ জনের সাক্ষীর ভিত্তিতে আসামি প্রেমানন্দ শোভনকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত।
নিহত ইয়াসমিন আক্তারের বাড়ি নেত্রকোনায় এবং শোভনের বাড়ি ময়মনসিংহে। চাকরি সূত্র ধরে তাঁরা জামালপুরের দেওয়ানগঞ্জে ভাড়া বাসায় বসবাস করতেন।
‘জীবনে কখনো এমন বিকট শব্দ শুনিনি আমি। মনে হলো একসঙ্গে ৩০-৪০টি বজ্রপাত হলো।’ এভাবেই স্কুলভবনের ওপর বিমান বিধ্বস্ত হওয়ার বিভীষিকাময় অভিজ্ঞতার কথা বর্ণনা করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ১৮ বছর বয়সী শিক্ষার্থী আহনাফ বিন হাসান।
৭ মিনিট আগেআবাসন সংকট, অবৈধ অস্থায়ী আদালত অপসারণ ও মাঠ দখল থেকে মুক্ত করাসহ সাত দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসা-ই-আলিয়ার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
৩৩ মিনিট আগেবঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে বাতাসের তীব্রতায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এতে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
৩৭ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুরে মনিরুল ইসলাম (৫০) নামের এক দিনমজুরকে গতকাল শনিবার দুপুরে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় মামলার ৫ ঘণ্টার মধ্যে পাশ্ববর্তী আলমডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁর স্ত্রী পাপিয়া খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বামীকে
৪১ মিনিট আগে