Ajker Patrika

শেরপুরে অপহরণের ১১ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

শেরপুর প্রতিনিধি
শেরপুরে অপহরণের ১১ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

শেরপুরে অপহরণের ১১ দিন পর সেই স্কুলছাত্রীকে (১৩) উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার মধ্যরাতে সদর উপজেলার ধলা এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) মিঞা মো. জোবায়ের খালিদ।

এদিকে আজ মঙ্গলবার সকালে জেলা সদর হাসপাতালে ওই স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরে দুপুরে আদালতে ২২ ধারায় তার জবানবন্দি গ্রহণ করা হয়। 

মামলার তদন্ত কর্মকর্তা মিঞা মো. জোবায়ের খালিদ জানান, অপহরণের অভিযোগ পাওয়ার পরপরই ভুক্তভোগীকে উদ্ধারে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সোমবার মধ্যরাতে সদর উপজেলার ধলা এলাকায় অভিযান চালিয়ে ভুক্তভোগী ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। তবে প্রধান আসামি মমিন পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত সটকে পড়েন। তাকেসহ অন্যান্য আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। 

উল্লেখ্য, গত ২৫ মার্চ রাতে শহরের দমদমা কালিগঞ্জ এলাকায় আত্মীয়ের বাড়িতে দাওয়াত শেষে মাকে নিয়ে ফেরার পথে অপহরণ হয় অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী। ওই ঘটনায় সদর থানায় দিঘারপাড় মহল্লার মৃত জহুর আলী খলিফার ছেলে মমিন মিয়াকে (২৬) প্রধান আসামি করে স্থানীয় শামীম মিয়া (২৫), জুবাইদুল (৩২), রায়হান (২৫) ও পার্শ্ববর্তী প্রতাবিয়া শাকিল মিয়া (২০)সহ পাঁচজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় ২ এপ্রিল (শনিবার) স্বপন নামে এক সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত