Ajker Patrika

হালুয়াঘাটে ১১৯ মামলায় জরিমানা প্রায় ৯৩ হাজার

প্রতিনিধি, হালুয়াঘাট (ময়মনসিংহ) 
আপডেট : ০৮ জুলাই ২০২১, ১১: ৪৮
হালুয়াঘাটে ১১৯ মামলায় জরিমানা প্রায় ৯৩ হাজার

চলমান লকডাউনে এবং করোনার সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে হালুয়াঘাট উপজেলা প্রশাসন। গত ১ থেকে ৭ জুলাই পর্যন্ত সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখায় এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে ১১৯ মামলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সর্বমোট ৯২ হাজার ৭৪০ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম ও সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

গত বৃহস্পতিবার (১ জুলাই) থেকে চলমান লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে উপজেলা ও পুলিশ প্রশাসন। সঙ্গে আছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), সেনাবাহিনী, বিজিবি ও ব্যাটালিয়ন পুলিশ। মানুষকে ঘরে ফেরাতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাদের রুটিন টহল অব্যাহত রয়েছে। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিদিন গুরুত্বপূর্ণ ও জনবহুল বাজারগুলোতে অভিযান পরিচালনা কো হচ্ছে। এ সময় বিনা কারণে ঘোরাঘুরি, মাস্ক না পরা এবং স্বাস্থ্যবিধি না মানায় আইন অমান্যকারীদের ভ্রাম্যমাণ আদালতে জরিমানার আওতায় আনা হচ্ছে।

তা ছাড়া কর্মহীন, অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্যসহায়তা পৌঁছে দিতে কাজ করছে উপজেলা প্রশাসন ও পৌরসভা। 

এ বিষয়ে মো. রেজাউল করিম বলেন, `মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মানুষকে ঘরে ফেরাতে এবং স্বাস্থ্যবিধি মানাসহ মাস্ক পরা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত