Ajker Patrika

মোল্লাহাটে কামাল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১৯: ৪৭
মোল্লাহাটে কামাল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বাগেরহাটের মোল্লাহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নিহত বিড়ি শ্রমিক কামাল মোল্লা হত্যাকাণ্ডের বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। আজ শুক্রবার সকালে পূর্ব দারিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়। 

মানববন্ধনে কামাল হত্যাকাণ্ডের বিচার দাবি জানিয়ে বক্তব্য দেন কামালের বাবা মান্নান মোল্লা, মা শুকুরোন, স্ত্রী পারুল খাতুন, মামলার বাদী ছোট ভাই জামাল মোল্লাসহ এলাকাবাসী। বক্তারা বলেন, প্রকাশ্যে কামালকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এরপরও আসামিরা মামলার বাদীকে নানা প্রকার হুমকি-ধামকি দিয়ে আসছে। এ হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। 

এর আগে গত ১৪ এপ্রিল দুপুর ২টার দিকে উপজেলার দারিয়ালা গ্রামে বাড়ির সামনে বিরোধের জেরে প্রতিপক্ষ আজিজের নেতৃত্বে কামাল মোল্লাকে কুপিয়ে হত্যা করে। এ সময় ঠেকাতে গেলে শফিক মোল্লা ও হাসান মোল্লা নামে দুই ভাই আহত হয়। এঘটনায় নিহতের ছোট ভাই জামাল মোল্লা বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে মোল্লাহাট থানায় হত্যা মামলা করেন। এঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত