চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ৪৭ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। হাইকোর্ট থেকে নেওয়া আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ বৃহস্পতিবার নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তাঁরা। এ সময় জেলা ও দায়রা জজ জিয়া হায়দার তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এদিকে একে একে সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দিলে, হাজিরা দিতে আসা আরও ৬৮ জন নেতা-কর্মী আদালত থেকে চলে যেতে যান বলে আদালত সূত্র জানায়।
আদালত সূত্রে জানা গেছে, নাশকতা মামলায় হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন বিএনপি-জামায়াত নেতা-কর্মীরা। আগামী রোববার (৩১ মার্চ) আগাম জামিনের মেয়াদ শেষ হবে। আজ বৃহস্পতিবার ৫০ নেতা-কর্মী চুয়াডাঙ্গা জেলা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেন। এ সময় জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার এঁদের মধ্যে তিনজনকে জামিন ও বাকি ৪৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় আদালত থেকে আরও ৬৮ জন নেতা-কর্মী হাজিরা না দিয়েই চলে যান।
জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন বলেন, ‘নাশকতার মামলায় ৫০ আসামি হাজির হয়ে জামিন আবেদন করেন। এ মামলায় আরও যাঁরা আসামি আছেন, তাঁদের হাজির হওয়ার সময় ৩১ মার্চ পর্যন্ত। এর মধ্যে যদি তাঁরা হাজির না হয়, তাহলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। তবে শুনেছি অনেকে আদালত প্রাঙ্গণে এসেও হাজিরা না দিয়ে চলে গেছেন।’
বিএনপিপন্থী আইনজীবী শাহজাহান মুকুল জানান, তাঁরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের অভিযোগ, তাঁরা প্রকৃত ন্যায়বিচার পাননি। আদালত ফরমায়েশিভাবে নেতা-কর্মীদের কারাগারে পাঠিয়েছেন।
চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ৪৭ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। হাইকোর্ট থেকে নেওয়া আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ বৃহস্পতিবার নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তাঁরা। এ সময় জেলা ও দায়রা জজ জিয়া হায়দার তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এদিকে একে একে সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দিলে, হাজিরা দিতে আসা আরও ৬৮ জন নেতা-কর্মী আদালত থেকে চলে যেতে যান বলে আদালত সূত্র জানায়।
আদালত সূত্রে জানা গেছে, নাশকতা মামলায় হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন বিএনপি-জামায়াত নেতা-কর্মীরা। আগামী রোববার (৩১ মার্চ) আগাম জামিনের মেয়াদ শেষ হবে। আজ বৃহস্পতিবার ৫০ নেতা-কর্মী চুয়াডাঙ্গা জেলা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেন। এ সময় জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার এঁদের মধ্যে তিনজনকে জামিন ও বাকি ৪৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় আদালত থেকে আরও ৬৮ জন নেতা-কর্মী হাজিরা না দিয়েই চলে যান।
জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন বলেন, ‘নাশকতার মামলায় ৫০ আসামি হাজির হয়ে জামিন আবেদন করেন। এ মামলায় আরও যাঁরা আসামি আছেন, তাঁদের হাজির হওয়ার সময় ৩১ মার্চ পর্যন্ত। এর মধ্যে যদি তাঁরা হাজির না হয়, তাহলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। তবে শুনেছি অনেকে আদালত প্রাঙ্গণে এসেও হাজিরা না দিয়ে চলে গেছেন।’
বিএনপিপন্থী আইনজীবী শাহজাহান মুকুল জানান, তাঁরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের অভিযোগ, তাঁরা প্রকৃত ন্যায়বিচার পাননি। আদালত ফরমায়েশিভাবে নেতা-কর্মীদের কারাগারে পাঠিয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৪ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৫ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৬ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৬ ঘণ্টা আগে