Ajker Patrika

গুচ্ছের যবিপ্রবি কেন্দ্রে শিক্ষার্থীর অন্তর্বাসে মোবাইল, বহিষ্কার

যশোর প্রতিনিধি
আপডেট : ০৪ জুন ২০২৩, ০১: ২১
Thumbnail image

অন্য বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি তৃতীয়বারের মতো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (যবিপ্রবি) গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে পরীক্ষা কেন্দ্রে সঙ্গে মোবাইল ফোন রাখার দায়ে ঋতকমল মণ্ডল নিলয় নামে একজন পরীক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি যশোরের মনিরামপুর উপজেলার বাসিন্দা।

জিএসটিভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় আজ শনিবার ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুপুর ১২ টা-১টা পর্যন্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটে যবিপ্রবিতে আসন পড়ে তিন হাজার ৯৬০ জন শিক্ষার্থীর। এর মধ্যে যবিপ্রবিতে উপস্থিত ছিল ৯৬ শতাংশের বেশি শিক্ষার্থী। 

জানা যায়, যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ৩১৫ নম্বর রুমে পরীক্ষা চলাকালীন সময়ে স্ট্রাইকিং ফোর্স কমিটির সদস্যরা ২৪০৮৬৫ রোল ধারী ওই শিক্ষার্থীকে মোবাইল ফোনসহ আটক করেন। এ সময় ওই শিক্ষার্থীর থেকে জব্দকৃত মোবাইল ফোনের লোকেশন, ব্লুটুথ ও ইন্টারনেট কানেকশন চালু ছিল। 

পরে প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদে নিলয় সাংবাদিকদের জানিয়েছে, ‘ফোন বাসা থেকে ভাইব্রেট করা ছিল। বাসা থেকে ফোন নিয়ে বের হওয়ার পর ভাবছিলাম ফোন রাখব কোথায়? পরে পকেট থেকে বের করে আন্ডারওয়্যারের ভেতর রেখে পরীক্ষা দিতে বসেছি। পরীক্ষাও শুরু হয়েছে। পরীক্ষার আধা ঘণ্টা পর হলের স্যার একটা সিগন্যালে দেখতে পান আমার কাছে ফোন রয়েছে।’ 

এ সময় ওই পরীক্ষার্থী আরও বলেন, ‘আমি একেবারে প্রথম বেঞ্চে ছিলাম। এখানে বসে ফোন বের করে দেখা বা কিছু লেখা সম্ভব ছিল না। আমি সেকেন্ড টাইমার ছিলাম। আর পরীক্ষা দিতে পারব না। এটাই আমার শেষ সুযোগ ছিল। আমার কৃষিগুচ্ছে আর একটা পরীক্ষা বাকি আছে। সেটাতে সুযোগ না হলে আমাকে চরম বিপদে পড়তে হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হাসান মোহাম্মদ আল ইমরান বলেন, ‘এবারের ভর্তি পরীক্ষায় আমরা তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিলাম। ওই শিক্ষার্থী মোবাইল ফোনটি আন্ডারওয়্যারের মধ্যে রাখায় প্রথম ও দ্বিতীয় স্তরের নিরাপত্তা ব্যবস্থায় শনাক্ত হয়নি। পরবর্তীতে পরীক্ষা শুরু হলে তৃতীয় নিরাপত্তা ব্যবস্থায় সিগন্যাল শনাক্তের মাধ্যমে ওই শিক্ষার্থীকে মোবাইল ফোনসহ ধরা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করা হয়েছে।’ 

এদিকে, যবিপ্রবির জিএসটিভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার আহ্বায়ক কমিটি থেকে জানানো হয়, যবিপ্রবির চারটি ভবন ও যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানারে রোল নম্বর, কেন্দ্র এবং ভবন নির্দেশক দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের সহায়তা দেওয়ার জন্য সকল ভবনের প্রবেশমুখে নিরাপত্তা উপকমিটির সদস্যবৃন্দ, বিএনসিসিসহ অন্যান্য স্বেচ্ছাসেবকগণ দায়িত্ব পালন করেন। প্রতিটি কেন্দ্রে অবৈধ ডিভাইস শনাক্তে শিক্ষক ও কর্মকর্তাগণের সমন্বয়ে গঠিত স্ট্রাইকিং ফোর্সও দায়িত্ব পালন করেন। এ ছাড়া যবিপ্রবি ছাত্রলীগ, সাংবাদিক সমিতিসহ বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠন ভর্তি–ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের সহায়তা করে। 
 
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের বিষয়ে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে যবিপ্রবি কেন্দ্রে জিএসটির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা ব্লুটুথ চালুসহ একজন পরীক্ষার্থীকে মোবাইল ফোনসহ শনাক্ত করেন। পরবর্তীতে তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। অসদুপায় অবলম্বনের দায়ে তার পরীক্ষাও বাতিল করা হয়েছে। 

এর আগে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যবিপ্রবিতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়। ভর্তি পরীক্ষার সময় যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত