Ajker Patrika

ঋণের চাপে ব্যবসায়ীর ‘আত্মহত্যা’

যশোর প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৯: ৩৪
ঋণের চাপে ব্যবসায়ীর ‘আত্মহত্যা’

যশোরের বাঘারপাড়ায় অমল অধিকারী (৪৫) নামের এক চা দোকানির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার নারিকেলবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি তিনি ঋণের চাপে আত্মহত্যা করেছেন।

নিহত অমল অধিকারী বাজারের দাসপাড়ার মৃত রণজিৎ অধিকারীর ছেলে।

পুলিশ জানায়, আজ সকাল ৮টার দিকে নিজের দোকানের উদ্দেশে বাড়ি থেকে বের হন অমল। বাড়ি থেকে একাধিকবার তাঁর মোবাইল ফোনে কল দেওয়া হয়। তিনি কল রিসিভ না করায় পৌনে ৯টার দিকে অমলের ভাই শিমুল দোকানে এসে শাটার বন্ধ দেখেন। এ সময় তিনি ভেতর থেকে  মোবাইল ফোনের রিং বাজতে শোনেন। তাৎক্ষণিক শিমুল শাটার উঁচু করে দেখেন দোকানঘরের আড়ায় রশিতে ফাঁস লাগানো অমলের মরদেহ ঝুলছে। পরে পুলিশকে জানালে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজনেরা জানান, অমলের চা বিক্রি করে যা আয় করেন, তা দিয়ে কোনো রকমে সংসার চালাতেন। এর মধ্যে এনজিওর ঋণের চাপে হতাশাগ্রস্ত হয়ে পড়েন অমল। যে কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত