রাকিবুল ইসলাম, গাংনী (মেহেরপুর)
মেহেরপুর-কুষ্টিয়া জেলার বেতবাড়িয়া-মধুগাড়ী গ্রামে মাথাভাঙ্গা নদীর ওপর নির্মিত সেতুটি তিন বছর পরও চালু হয়নি। রাস্তা না হওয়ার কারণে কয়েক লাখ মানুষ সেতুটি ব্যবহার করতে পারছে না, ফলে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছে। স্থানীয়রা দ্রুত এই সমস্যার সমাধান দাবি করেছেন।
তিন বছর আগে মাথাভাঙ্গা নদীর ওপর ৭ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে গার্ডার ব্রিজ নির্মাণ করা হয় এলজিইডির মাধ্যমে। তবে, জমি অধিগ্রহণ জটিলতার কারণে গাংনী অংশের সংযোগ সড়ক তৈরি করা যায়নি, ফলে ব্রিজটি ব্যবহার করা যাচ্ছে না। গাংনী ও দৌলতপুর উপজেলার বাসিন্দাদের ৫ কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে। কৃষকেরা ক্ষেতের ফসল নিয়ে অনেক কষ্টে সেতুতে ওঠেন এবং বড় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ব্রিজ নির্মাণ হলেও রাস্তা না থাকায় তারা চিকিৎসা, ব্যবসা, শিক্ষা এবং অন্যান্য প্রয়োজনীয় কাজে সমস্যায় পড়ছেন। বিশেষত কৃষকেরা হেঁটে এবং মোটরসাইকেল, ভ্যান, বাইসাইকেল দিয়ে ব্রিজের ওপর উঠলেও রাস্তাটির অভাবে বড় ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। এতে কৃষি পণ্য বিক্রির সমস্যাও সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. মুক্তার হোসেন বলেন, ‘সরকার কোটি টাকা ব্যয়ে ব্রিজ তৈরি করলেও রাস্তা না হওয়ায় চলাচল করা যাচ্ছে না। রাস্তা তৈরি হলে যাতায়াতের সমস্যা সমাধান হবে।’
অপর এক বাসিন্দা মো. ওবাইদুল ইসলাম বলেন, ‘রাস্তার অভাবে আমাদের অনেক সমস্যা হচ্ছে, বিশেষ করে বন্যা ও কাঁদা জমে রাস্তা নষ্ট হয়ে যায়। জমি অধিগ্রহণ জটিলতা কাটিয়ে দ্রুত রাস্তা তৈরি করা প্রয়োজন।’
গাংনী উপজেলা প্রকৌশলী মো. ফয়সাল হোসেন জানান, ‘ব্রিজটির কাজ শেষ হয়েছে, কিন্তু জমি অধিগ্রহণ জটিলতার কারণে সড়ক নির্মাণে বিলম্ব হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু হবে।’
এই ব্রিজ চালু হলে দুই জেলার বাসিন্দাদের ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিক্ষাসহ নানা দিক থেকে সুবিধা হবে। স্থানীয়দের দাবি, শিগগিরই জমি অধিগ্রহণের সমস্যা সমাধান করে রাস্তা তৈরি করা হোক।
মেহেরপুর-কুষ্টিয়া জেলার বেতবাড়িয়া-মধুগাড়ী গ্রামে মাথাভাঙ্গা নদীর ওপর নির্মিত সেতুটি তিন বছর পরও চালু হয়নি। রাস্তা না হওয়ার কারণে কয়েক লাখ মানুষ সেতুটি ব্যবহার করতে পারছে না, ফলে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছে। স্থানীয়রা দ্রুত এই সমস্যার সমাধান দাবি করেছেন।
তিন বছর আগে মাথাভাঙ্গা নদীর ওপর ৭ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে গার্ডার ব্রিজ নির্মাণ করা হয় এলজিইডির মাধ্যমে। তবে, জমি অধিগ্রহণ জটিলতার কারণে গাংনী অংশের সংযোগ সড়ক তৈরি করা যায়নি, ফলে ব্রিজটি ব্যবহার করা যাচ্ছে না। গাংনী ও দৌলতপুর উপজেলার বাসিন্দাদের ৫ কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে। কৃষকেরা ক্ষেতের ফসল নিয়ে অনেক কষ্টে সেতুতে ওঠেন এবং বড় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ব্রিজ নির্মাণ হলেও রাস্তা না থাকায় তারা চিকিৎসা, ব্যবসা, শিক্ষা এবং অন্যান্য প্রয়োজনীয় কাজে সমস্যায় পড়ছেন। বিশেষত কৃষকেরা হেঁটে এবং মোটরসাইকেল, ভ্যান, বাইসাইকেল দিয়ে ব্রিজের ওপর উঠলেও রাস্তাটির অভাবে বড় ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। এতে কৃষি পণ্য বিক্রির সমস্যাও সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. মুক্তার হোসেন বলেন, ‘সরকার কোটি টাকা ব্যয়ে ব্রিজ তৈরি করলেও রাস্তা না হওয়ায় চলাচল করা যাচ্ছে না। রাস্তা তৈরি হলে যাতায়াতের সমস্যা সমাধান হবে।’
অপর এক বাসিন্দা মো. ওবাইদুল ইসলাম বলেন, ‘রাস্তার অভাবে আমাদের অনেক সমস্যা হচ্ছে, বিশেষ করে বন্যা ও কাঁদা জমে রাস্তা নষ্ট হয়ে যায়। জমি অধিগ্রহণ জটিলতা কাটিয়ে দ্রুত রাস্তা তৈরি করা প্রয়োজন।’
গাংনী উপজেলা প্রকৌশলী মো. ফয়সাল হোসেন জানান, ‘ব্রিজটির কাজ শেষ হয়েছে, কিন্তু জমি অধিগ্রহণ জটিলতার কারণে সড়ক নির্মাণে বিলম্ব হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু হবে।’
এই ব্রিজ চালু হলে দুই জেলার বাসিন্দাদের ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিক্ষাসহ নানা দিক থেকে সুবিধা হবে। স্থানীয়দের দাবি, শিগগিরই জমি অধিগ্রহণের সমস্যা সমাধান করে রাস্তা তৈরি করা হোক।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে আজ বুধবার সকাল থেকে উত্তপ্ত গোপালগঞ্জ। পুলিশের গাড়িতে হামলার পর অগ্নিসংযোগ, ইউএনওর গাড়িতে হামলা, এনসিপির সমাবেশ মঞ্চে ভাঙচুর এবং পরে পদযাত্রায় নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
৩৭ মিনিট আগেগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশের পর পদযাত্রায় হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরের পর এ ঘটনা ঘটে। পরে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ অবস্থায় গোপালগঞ্জ পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে আশ্রয় নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।
৩৭ মিনিট আগেকক্সবাজারে বন্ধুদের সঙ্গে সাগরে গোসল করতে নেমে রাইয়ান নূর আবু সামি (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে সৈকতের কবিতা চত্ত্বর পয়েন্টে এ ঘটনা ঘটেছে। সি-সেফ লাইফগার্ডের সুপারভাইজার ওসমান গনি এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগেগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
১ ঘণ্টা আগে