মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনে মাছ ধরতে গত ৭ এপ্রিল বাড়ি থেকে রওনা হন সহোদর নাথ (২৫) ও হিলটন নাথ (১৮)। এ সময় অবৈধভাবে মাছ শিকারের দায়ে বড় ভাই সাগরসহ তিন জেলে বন রক্ষীদের হাতে আটক হলেও নিখোঁজ রয়েছে ছোট ভাই হিলটন।
গত শনিবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত পরিবারের লোকজনসহ এলাকাবাসী হিলটনকে নদী এবং সুন্দরবনে খুঁজেও কোনো সন্ধান পায়নি। নিখোঁজ হিলটন নাথ মোংলা উপজেলার চিলা গ্রামের দিনমজুর মিঠু নাথের ছেলে।
হিলটন নাথের চাচা স্বপন নাথ জানান, হিলটন মোংলা ইপিজেডের কর্মরত শ্রমিক। শুক্রবার রাতে তার বড় ভাইসহ আরও দুজন সুন্দরবনের খালে মাছ ধরতে রওনা হলে তাঁদের সঙ্গে যান হিলটন। পরদিন শনিবার সকালে আমরা জানতে পারি সুন্দরবনে মাছ ধরার অপরাধে সাগরসহ বাকি দুজনকে বন রক্ষীরা আটক করে নিয়ে গেছে। এ সময় তাদের সঙ্গে দেখা করে হিলটন কোথায় জানতে চাইলে জানায় রাতে বনরক্ষীরা তাদের আটকের সময় হিলটন ভয়ে নদীতে ঝাঁপ দেয়। কিন্তু তাদের তিনজনকে বনরক্ষীরা আটক করতে পারলেও হিলটনকে তারা পায়নি।
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, ‘সোমবার উপজেলার চিলা এলাকার কিছু লোক এসে তাকে জানায় মাছ ধরতে এসে হিলটন নামে একজন নিখোঁজ। তার সন্ধান পেতে সহায়তা চাইলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বনরক্ষীদের বনে এবং নদীতে পাঠিয়েছি। কিন্তু তারা কাউকে খুঁজে পায়নি।’
এ বিষয়ে জানতে চাইলে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহাবুব হাসান জানান, অবৈধভাবে সুন্দরবনের করমজলের ৮ নম্বর খালে মাছ শিকার কালে বনরক্ষীদের হাতে অসিম শেখ, জাকির শেখ, ও সাগর নাথ নামে তিন জেলে নৌকাসহ আটক হয়। এ সময় আর কাউকে নৌকায় পাওয়া যায়নি।
আটক ব্যক্তিদের সঙ্গে আর কেউ ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, তাদের সঙ্গে আর কেউ ছিল না।
এ বিষয়ে জানতে চাইলে নিখোঁজ হিলটনের বাবা মিঠুনাথ কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমার দুইটা ছেলে। বড় ছেলেটা মাছ ধরতে গিয়ে মামলা খেয়ে জেলে আছে, আর ছোট ছেলেটা নিখোঁজ রয়েছে। জানি না আমার বুকের মানিক বেঁচে আছে নাকি মরে গেছে। গত শনিবার থেকে এখন পর্যন্ত আমার মানিককে খুঁজে পাইনি। জীবিত না পারলেও লাশটা অন্তত আমাকে এনে দিন।’
সুন্দরবনে মাছ ধরতে গত ৭ এপ্রিল বাড়ি থেকে রওনা হন সহোদর নাথ (২৫) ও হিলটন নাথ (১৮)। এ সময় অবৈধভাবে মাছ শিকারের দায়ে বড় ভাই সাগরসহ তিন জেলে বন রক্ষীদের হাতে আটক হলেও নিখোঁজ রয়েছে ছোট ভাই হিলটন।
গত শনিবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত পরিবারের লোকজনসহ এলাকাবাসী হিলটনকে নদী এবং সুন্দরবনে খুঁজেও কোনো সন্ধান পায়নি। নিখোঁজ হিলটন নাথ মোংলা উপজেলার চিলা গ্রামের দিনমজুর মিঠু নাথের ছেলে।
হিলটন নাথের চাচা স্বপন নাথ জানান, হিলটন মোংলা ইপিজেডের কর্মরত শ্রমিক। শুক্রবার রাতে তার বড় ভাইসহ আরও দুজন সুন্দরবনের খালে মাছ ধরতে রওনা হলে তাঁদের সঙ্গে যান হিলটন। পরদিন শনিবার সকালে আমরা জানতে পারি সুন্দরবনে মাছ ধরার অপরাধে সাগরসহ বাকি দুজনকে বন রক্ষীরা আটক করে নিয়ে গেছে। এ সময় তাদের সঙ্গে দেখা করে হিলটন কোথায় জানতে চাইলে জানায় রাতে বনরক্ষীরা তাদের আটকের সময় হিলটন ভয়ে নদীতে ঝাঁপ দেয়। কিন্তু তাদের তিনজনকে বনরক্ষীরা আটক করতে পারলেও হিলটনকে তারা পায়নি।
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, ‘সোমবার উপজেলার চিলা এলাকার কিছু লোক এসে তাকে জানায় মাছ ধরতে এসে হিলটন নামে একজন নিখোঁজ। তার সন্ধান পেতে সহায়তা চাইলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বনরক্ষীদের বনে এবং নদীতে পাঠিয়েছি। কিন্তু তারা কাউকে খুঁজে পায়নি।’
এ বিষয়ে জানতে চাইলে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহাবুব হাসান জানান, অবৈধভাবে সুন্দরবনের করমজলের ৮ নম্বর খালে মাছ শিকার কালে বনরক্ষীদের হাতে অসিম শেখ, জাকির শেখ, ও সাগর নাথ নামে তিন জেলে নৌকাসহ আটক হয়। এ সময় আর কাউকে নৌকায় পাওয়া যায়নি।
আটক ব্যক্তিদের সঙ্গে আর কেউ ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, তাদের সঙ্গে আর কেউ ছিল না।
এ বিষয়ে জানতে চাইলে নিখোঁজ হিলটনের বাবা মিঠুনাথ কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমার দুইটা ছেলে। বড় ছেলেটা মাছ ধরতে গিয়ে মামলা খেয়ে জেলে আছে, আর ছোট ছেলেটা নিখোঁজ রয়েছে। জানি না আমার বুকের মানিক বেঁচে আছে নাকি মরে গেছে। গত শনিবার থেকে এখন পর্যন্ত আমার মানিককে খুঁজে পাইনি। জীবিত না পারলেও লাশটা অন্তত আমাকে এনে দিন।’
ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে আরব আলী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। উপজেলার জামিরাপাড়া গ্রামে আজ বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আরব আলী ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কংশেরকুল গ্রামের মরহুম ওয়াহেদ আলীর ছেলে।
৫ মিনিট আগেচট্টগ্রাম নগরের কোতোয়ালিতে একটি বহুতল ভবনের ৯তলা থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক শ্রমিক গুরুতর আহত হন। আজ শুক্রবার (১৮ জুলাই) দুপুরে কোতোয়ালি থানার আদালত এলাকাসংলগ্ন সড়কের পাশের রঙ্গম কনভেনশন হল ভবনে এ দুর্ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেগোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আজ শুক্রবার এসআই উত্তম কুমার সেন বাদী হয়ে কোটালীপাড়া থানায় ১৫৫ জনের নাম উল্লেখ ও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে মামলাটি করেন। এই মামলায় কোটালীপাড়া পুলিশ উপজেলার বিভিন্ন...
৪৪ মিনিট আগেগাজীপুরের কাপাসিয়ায় বড় ভাই বনি আমীনের পিটুনিতে মাদকাসক্ত ছোট ভাই নূরুল আমীন (১৯) প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা উপজেলার বারিষাব ইউনিয়নের সেলদিয়া গ্রামের মো. শাহজাহানের ছেলে। আজ শুক্রবার দুপুরে ঘর থেকে নূরুলের লাশ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে