মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনে মাছ ধরতে গত ৭ এপ্রিল বাড়ি থেকে রওনা হন সহোদর নাথ (২৫) ও হিলটন নাথ (১৮)। এ সময় অবৈধভাবে মাছ শিকারের দায়ে বড় ভাই সাগরসহ তিন জেলে বন রক্ষীদের হাতে আটক হলেও নিখোঁজ রয়েছে ছোট ভাই হিলটন।
গত শনিবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত পরিবারের লোকজনসহ এলাকাবাসী হিলটনকে নদী এবং সুন্দরবনে খুঁজেও কোনো সন্ধান পায়নি। নিখোঁজ হিলটন নাথ মোংলা উপজেলার চিলা গ্রামের দিনমজুর মিঠু নাথের ছেলে।
হিলটন নাথের চাচা স্বপন নাথ জানান, হিলটন মোংলা ইপিজেডের কর্মরত শ্রমিক। শুক্রবার রাতে তার বড় ভাইসহ আরও দুজন সুন্দরবনের খালে মাছ ধরতে রওনা হলে তাঁদের সঙ্গে যান হিলটন। পরদিন শনিবার সকালে আমরা জানতে পারি সুন্দরবনে মাছ ধরার অপরাধে সাগরসহ বাকি দুজনকে বন রক্ষীরা আটক করে নিয়ে গেছে। এ সময় তাদের সঙ্গে দেখা করে হিলটন কোথায় জানতে চাইলে জানায় রাতে বনরক্ষীরা তাদের আটকের সময় হিলটন ভয়ে নদীতে ঝাঁপ দেয়। কিন্তু তাদের তিনজনকে বনরক্ষীরা আটক করতে পারলেও হিলটনকে তারা পায়নি।
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, ‘সোমবার উপজেলার চিলা এলাকার কিছু লোক এসে তাকে জানায় মাছ ধরতে এসে হিলটন নামে একজন নিখোঁজ। তার সন্ধান পেতে সহায়তা চাইলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বনরক্ষীদের বনে এবং নদীতে পাঠিয়েছি। কিন্তু তারা কাউকে খুঁজে পায়নি।’
এ বিষয়ে জানতে চাইলে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহাবুব হাসান জানান, অবৈধভাবে সুন্দরবনের করমজলের ৮ নম্বর খালে মাছ শিকার কালে বনরক্ষীদের হাতে অসিম শেখ, জাকির শেখ, ও সাগর নাথ নামে তিন জেলে নৌকাসহ আটক হয়। এ সময় আর কাউকে নৌকায় পাওয়া যায়নি।
আটক ব্যক্তিদের সঙ্গে আর কেউ ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, তাদের সঙ্গে আর কেউ ছিল না।
এ বিষয়ে জানতে চাইলে নিখোঁজ হিলটনের বাবা মিঠুনাথ কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমার দুইটা ছেলে। বড় ছেলেটা মাছ ধরতে গিয়ে মামলা খেয়ে জেলে আছে, আর ছোট ছেলেটা নিখোঁজ রয়েছে। জানি না আমার বুকের মানিক বেঁচে আছে নাকি মরে গেছে। গত শনিবার থেকে এখন পর্যন্ত আমার মানিককে খুঁজে পাইনি। জীবিত না পারলেও লাশটা অন্তত আমাকে এনে দিন।’
সুন্দরবনে মাছ ধরতে গত ৭ এপ্রিল বাড়ি থেকে রওনা হন সহোদর নাথ (২৫) ও হিলটন নাথ (১৮)। এ সময় অবৈধভাবে মাছ শিকারের দায়ে বড় ভাই সাগরসহ তিন জেলে বন রক্ষীদের হাতে আটক হলেও নিখোঁজ রয়েছে ছোট ভাই হিলটন।
গত শনিবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত পরিবারের লোকজনসহ এলাকাবাসী হিলটনকে নদী এবং সুন্দরবনে খুঁজেও কোনো সন্ধান পায়নি। নিখোঁজ হিলটন নাথ মোংলা উপজেলার চিলা গ্রামের দিনমজুর মিঠু নাথের ছেলে।
হিলটন নাথের চাচা স্বপন নাথ জানান, হিলটন মোংলা ইপিজেডের কর্মরত শ্রমিক। শুক্রবার রাতে তার বড় ভাইসহ আরও দুজন সুন্দরবনের খালে মাছ ধরতে রওনা হলে তাঁদের সঙ্গে যান হিলটন। পরদিন শনিবার সকালে আমরা জানতে পারি সুন্দরবনে মাছ ধরার অপরাধে সাগরসহ বাকি দুজনকে বন রক্ষীরা আটক করে নিয়ে গেছে। এ সময় তাদের সঙ্গে দেখা করে হিলটন কোথায় জানতে চাইলে জানায় রাতে বনরক্ষীরা তাদের আটকের সময় হিলটন ভয়ে নদীতে ঝাঁপ দেয়। কিন্তু তাদের তিনজনকে বনরক্ষীরা আটক করতে পারলেও হিলটনকে তারা পায়নি।
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, ‘সোমবার উপজেলার চিলা এলাকার কিছু লোক এসে তাকে জানায় মাছ ধরতে এসে হিলটন নামে একজন নিখোঁজ। তার সন্ধান পেতে সহায়তা চাইলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বনরক্ষীদের বনে এবং নদীতে পাঠিয়েছি। কিন্তু তারা কাউকে খুঁজে পায়নি।’
এ বিষয়ে জানতে চাইলে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহাবুব হাসান জানান, অবৈধভাবে সুন্দরবনের করমজলের ৮ নম্বর খালে মাছ শিকার কালে বনরক্ষীদের হাতে অসিম শেখ, জাকির শেখ, ও সাগর নাথ নামে তিন জেলে নৌকাসহ আটক হয়। এ সময় আর কাউকে নৌকায় পাওয়া যায়নি।
আটক ব্যক্তিদের সঙ্গে আর কেউ ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, তাদের সঙ্গে আর কেউ ছিল না।
এ বিষয়ে জানতে চাইলে নিখোঁজ হিলটনের বাবা মিঠুনাথ কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমার দুইটা ছেলে। বড় ছেলেটা মাছ ধরতে গিয়ে মামলা খেয়ে জেলে আছে, আর ছোট ছেলেটা নিখোঁজ রয়েছে। জানি না আমার বুকের মানিক বেঁচে আছে নাকি মরে গেছে। গত শনিবার থেকে এখন পর্যন্ত আমার মানিককে খুঁজে পাইনি। জীবিত না পারলেও লাশটা অন্তত আমাকে এনে দিন।’
খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতা পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগে আট যুবক স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন। গতকাল বুধবার রাতে নগরীর খালিশপুর থানার বাস্তুহারা কলোনিতে এ ঘটনা ঘটে।
১ সেকেন্ড আগেচাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) খাল খননের প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কার্যাদেশ অনুযায়ী মাটি না কেটে কাজ শেষ করেছেন ঠিকাদার। এ ব্যাপারে সংস্থার চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগেকিশোরগঞ্জে বজ্রপাতে মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে ৷ গত ২৩ দিনে জেলায় শিক্ষার্থী, কৃষকসহ বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কৃষকের সংখ্যা বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, খোলা স্থানে কাজ করা মানুষ বজ্রপাতে বেশি মারা যাচ্ছে; বিশেষ করে হাওরাঞ্চলে খোলা জায়গায় মানুষজন কাজ করার কারণে সেখানে হতাহতের...
৬ ঘণ্টা আগেপিরোজপুরে ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালু করতে ৯ তলা ভবনের নির্মাণকাজ শেষ হয় প্রায় দেড় বছর আগে। কিন্তু বিদ্যুতের সংযোগ এখনো দেওয়া হয়নি এবং বসেনি লিফট। এতে করে পুরোনো ভবনে ১০০ শয্যা নিয়ে চলছে সেবা কার্যক্রম। সেখানে অধিকাংশ সময় রোগী ভর্তি থাকে ধারণক্ষমতার দ্বিগুণ। শয্যা না পেয়ে রোগীদের থাকতে হচ্ছে...
৬ ঘণ্টা আগে