Ajker Patrika

বন বিভাগের অভিযান, ভয়ে নদীতে লাফিয়ে যুবক নিখোঁজ 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
বন বিভাগের অভিযান, ভয়ে নদীতে লাফিয়ে যুবক নিখোঁজ 

সুন্দরবনে মাছ ধরতে গত ৭ এপ্রিল বাড়ি থেকে রওনা হন সহোদর নাথ (২৫) ও হিলটন নাথ (১৮)। এ সময় অবৈধভাবে মাছ শিকারের দায়ে বড় ভাই সাগরসহ তিন জেলে বন রক্ষীদের হাতে আটক হলেও নিখোঁজ রয়েছে ছোট ভাই হিলটন। 

গত শনিবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত পরিবারের লোকজনসহ এলাকাবাসী হিলটনকে নদী এবং সুন্দরবনে খুঁজেও কোনো সন্ধান পায়নি। নিখোঁজ হিলটন নাথ মোংলা উপজেলার চিলা গ্রামের দিনমজুর মিঠু নাথের ছেলে। 

হিলটন নাথের চাচা স্বপন নাথ জানান, হিলটন মোংলা ইপিজেডের কর্মরত শ্রমিক। শুক্রবার রাতে তার বড় ভাইসহ আরও দুজন সুন্দরবনের খালে মাছ ধরতে রওনা হলে তাঁদের সঙ্গে যান হিলটন। পরদিন শনিবার সকালে আমরা জানতে পারি সুন্দরবনে মাছ ধরার অপরাধে সাগরসহ বাকি দুজনকে বন রক্ষীরা আটক করে নিয়ে গেছে। এ সময় তাদের সঙ্গে দেখা করে হিলটন কোথায় জানতে চাইলে জানায় রাতে বনরক্ষীরা তাদের আটকের সময় হিলটন ভয়ে নদীতে ঝাঁপ দেয়। কিন্তু তাদের তিনজনকে বনরক্ষীরা আটক করতে পারলেও হিলটনকে তারা পায়নি। 

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, ‘সোমবার উপজেলার চিলা এলাকার কিছু লোক এসে তাকে জানায় মাছ ধরতে এসে হিলটন নামে একজন নিখোঁজ। তার সন্ধান পেতে সহায়তা চাইলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বনরক্ষীদের বনে এবং নদীতে পাঠিয়েছি। কিন্তু তারা কাউকে খুঁজে পায়নি।’ 

এ বিষয়ে জানতে চাইলে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহাবুব হাসান জানান, অবৈধভাবে সুন্দরবনের করমজলের ৮ নম্বর খালে মাছ শিকার কালে বনরক্ষীদের হাতে অসিম শেখ, জাকির শেখ, ও সাগর নাথ নামে তিন জেলে নৌকাসহ আটক হয়। এ সময় আর কাউকে নৌকায় পাওয়া যায়নি। 

আটক ব্যক্তিদের সঙ্গে আর কেউ ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, তাদের সঙ্গে আর কেউ ছিল না। 

এ বিষয়ে জানতে চাইলে নিখোঁজ হিলটনের বাবা মিঠুনাথ কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমার দুইটা ছেলে। বড় ছেলেটা মাছ ধরতে গিয়ে মামলা খেয়ে জেলে আছে, আর ছোট ছেলেটা নিখোঁজ রয়েছে। জানি না আমার বুকের মানিক বেঁচে আছে নাকি মরে গেছে। গত শনিবার থেকে এখন পর্যন্ত আমার মানিককে খুঁজে পাইনি। জীবিত না পারলেও লাশটা অন্তত আমাকে এনে দিন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত