Ajker Patrika

নড়াইলে বিশ্ববরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতানের ২৭ তম মৃত্যুবার্ষিকী পালিত

নড়াইল প্রতিনিধি
নড়াইলে বিশ্ববরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতানের ২৭ তম মৃত্যুবার্ষিকী পালিত

নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ২৭ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১০ অক্টোবর) এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে এস এম সুলতান কমপ্লেক্স ও শিশু স্বর্গে কোরআন খতম, সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা, মাজার জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এস এম সুলতান ফাউন্ডেশন, নড়াইল প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, এস এম সুলতান বেঙ্গল চারু ও কারুকলা মহাবিদ্যালয়, লাল বাউল সম্প্রদায়, সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শিল্পীর সমাধিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে নীরবতা পালন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মোহম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কামরুজ্জামান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মলয় কুমার কণ্ডু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম টুলু, এস এম সুলতান বেঙ্গল চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদি বালা বৈরাগী, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, বিশ্ববরেণ্য এই শিল্পী ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত