Ajker Patrika

গৃহবধূকে বেঁধে রেখে টাকা ও স্বর্ণালংকার লুট

বেনাপোল প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১৫: ৫২
গৃহবধূকে বেঁধে রেখে টাকা ও স্বর্ণালংকার লুট

যশোরের বেনাপোলে গৃহবধূকে বেঁধে রেখে নগদ ১৬ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে একদল ডাকাত। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বেনাপোলের গয়ড়া গ্রামের উত্তরপাড়া কমিউনিটি ক্লিনিকসংলগ্ন আশানুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটেছে। 

ভুক্তভোগী ওই গৃহবধূ হালিমা বলেন, ‘গতকাল রাত ৩টার দিকে হঠাৎ ঘরের ভেতরে একদল ডাকাতকে দেখতে পাই। তাঁরা আমার হাত-পা ও চোখ বেঁধে রেখে ঘরের আলমারিতে থাকা স্বর্ণালংকার ও নগদ ১৬ লাখ টাকা লুট করে নিয়ে যায়। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা জরুরি সহায়তা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। আজ বুধবার সকালে বেনাপোল পোর্ট থানার পুলিশের সদস্যরা ভুক্তভোগীর বসতবাড়ি পরিদর্শন করেছেন। 

পরিদর্শনকালে বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) অমিত হাসান বলেন, ‘৯৯৯-এ করা কলের বিষয়টি জানতে পেরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ডাকাতির সত্যতা মিলেছে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’ 

উপপরিদর্শক আরও বলেন, গভীর রাতে ডাকাতি হওয়ার ঘটনায় এলাকাবাসী আতঙ্কে রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত