Ajker Patrika

গভীর রাতে খুলনায় পাইকগাছায় আদালতে অগ্নিকাণ্ড, ২ পুলিশ প্রত্যাহার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৮: ৪২
Thumbnail image

খুলনার পাইকগাছায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসকক্ষে গভীর রাতে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল মঙ্গলবার মধ্য রাতের এ ঘটনায় কর্তব্যরত দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।

আজকের পত্রিকাকে তিনি বলেন, এজলাসকক্ষের ভাঙা জানালা দিয়ে নাশকতাকারীরা এ ঘটনা ঘটিয়েছে। আদালত প্রাঙ্গণে রাতে ডিউটিরত উপপরিদর্শক (এএসআই) সোহেল ও পুলিশ কনস্টেবল মনিকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।

পুলিশ জানায়, কোর্ট মসজিদে ফজরের নামাজ পড়ে ফেরার পথে আসবাব পত্র পোড়ার গন্ধ পেয়ে গ্রিল মিস্ত্রি জাহাঙ্গীর আলম এগিয়ে দেখেন কোট পুলিশ আগুন নেভাচ্ছেন। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশসহ প্রশাসনের লোকেরা ঘটনাস্থলে আসেন। এ সময় এজলাস কক্ষে থাকা কাঠগড়া, চেয়ার ও সোফা পুড়ে গেছে।

পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি পঙ্কজ কুমার ধর জানান, সকালের দিকে এ ঘটনার খবর পেয়েছেন। খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসীর আরেফীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন, ডিবিওসি নাছির উদ্দীন, পাইকগাছা থানা (ওসি) মো. ওবাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত