Ajker Patrika

নড়াইলে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষককে শ্বাসরোধে হত্যা

নড়াইল প্রতিনিধি
আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১৬: ০৭
নড়াইলে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষককে শ্বাসরোধে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবিতা রানী বালাকে (৫৭) শ্বাসরোধ হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে এই ঘটনা ঘটে।

সবিতা রানী বালা দৌলতপুর গ্রামের পরিতোষ মণ্ডলের স্ত্রী। আজ সোমবার সকালে সবিতার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সবিতা রানী বালা স্কুলের প্রধান শিক্ষক হওয়ায় প্রায় গভীর রাত পর্যন্ত ঘরে বসে ল্যাপটপে কাজ করতেন। গতকাল রাতে কাজ শেষে ঘরে একা ঘুমিয়েছিলেন। তাঁর স্বামী পরিতোষ মণ্ডল বাড়ির অন্য ঘরে ঘুমাচ্ছিলেন। রাতে পরিতোষ টয়লেটে যাওয়ার জন্য বের হলে দেখতে পান সবিতার ঘরে-বাইরে থেকে দরজার ছিটকিনি লাগানো। তিনি প্রতিবেশী ভাই সন্তোষ মণ্ডলকে নিয়ে সবিতার ঘরে গিয়ে তাঁর হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান।

নিহতের স্বজন ও পুলিশ আরও জানান, গতকাল রাতের কোনো একসময়ে চুরির উদ্দেশ্যে সিঁধ কেটে ঘরে ঢোকে দুর্বৃত্তরা। সবিতা তাঁদের চিনে ফেলায় তাঁর গলায় গামছা পেঁচিয়ে তাঁকে হত্যা করা হতে পারে। এ সময় ঘরের আসবাব এলোমেলো করে সবিতা রানী বালার ব্যবহৃত ল্যাপটপ এবং হাতে, গলায় ও কানে পরা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ওসি আশিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া গেছে। হত্যাকাণ্ডের কারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত