চৌগাছা (যশোর) প্রতিনিধি
চাচা-ভাতিজার দ্বন্দ্বে ভাতিজার ছেলের শাবলের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। যশোরের সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে রোববার বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান (৬০) দেলোয়ার দফাদারের ছেলে।
শাবলের আঘাতে গুরুতর আহত অবস্থায় আব্দুর রহমানকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের ছেলে আরিফও আহত হন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুর রহমানের (৬০) সঙ্গে তাঁর ভাতিজা মফিজুর রহমান (৪৫) ও আজিজুর রহমানের (৫০) জমি নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। রোববার বিকেল সাড়ে চারটার দিকে আব্দুর রহমানের সঙ্গে তাঁর ভাতিজাদের কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে মফিজুরের ছেলে ইসমাইল (২৬) তাঁর হাতে থাকা শাবল দিয়ে আব্দুর রহমানের মাথায় আঘাত করে। এতে আব্দুর রহমান গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁর আত্মীয়-স্বজন তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে সেখানেই তিনি মারা যান।
মৃত আব্দুর রহমানের ছেলে ও আত্মীয়স্বজনের অভিযোগ, হাসপাতালে ডাক্তার না থাকায় তাঁর বাবা অবহেলায় মারা গেছেন।
যশোর জেলা পুলিশের মুখপাত্র ও যশোর ডিবি পুলিশের ওসি রূপণ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চাচা-ভাতিজার দ্বন্দ্বে ভাতিজার ছেলের শাবলের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। যশোরের সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে রোববার বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান (৬০) দেলোয়ার দফাদারের ছেলে।
শাবলের আঘাতে গুরুতর আহত অবস্থায় আব্দুর রহমানকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের ছেলে আরিফও আহত হন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুর রহমানের (৬০) সঙ্গে তাঁর ভাতিজা মফিজুর রহমান (৪৫) ও আজিজুর রহমানের (৫০) জমি নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। রোববার বিকেল সাড়ে চারটার দিকে আব্দুর রহমানের সঙ্গে তাঁর ভাতিজাদের কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে মফিজুরের ছেলে ইসমাইল (২৬) তাঁর হাতে থাকা শাবল দিয়ে আব্দুর রহমানের মাথায় আঘাত করে। এতে আব্দুর রহমান গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁর আত্মীয়-স্বজন তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে সেখানেই তিনি মারা যান।
মৃত আব্দুর রহমানের ছেলে ও আত্মীয়স্বজনের অভিযোগ, হাসপাতালে ডাক্তার না থাকায় তাঁর বাবা অবহেলায় মারা গেছেন।
যশোর জেলা পুলিশের মুখপাত্র ও যশোর ডিবি পুলিশের ওসি রূপণ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ‘আগামী দিনে বিএনপি এককভাবে ক্ষমতায় এলেও দেশ এককভাবে পরিচালনা করা হবে না। ৩১ দফার ভিত্তিতে দ্বি-কক্ষবিশিষ্ট পার্লামেন্টের মাধ্যমে ও ঐকমত্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে।’
৪ মিনিট আগেময়মনসিংহের হালুয়াঘাটের ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ৫ নম্বর গাজীরভিটা ইউপি চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
৮ মিনিট আগেনড়াইলে ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা, ভাটা ভাঙচুর ও ভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নড়াইল শিল্পকলা একাডেমি চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
১৮ মিনিট আগেযশোরে পবিত্র রমজান মাস পালন ও ঈদ উদ্যাপন নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে টহল বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যে ৯টি থানায় পুলিশের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি দ্বিগুণ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ছদ্মবেশে অপরাধীদের শনাক্ত করবে বিশেষ দল।
১৯ মিনিট আগে